HS Result Chcek: বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে Result জানবেন অনলাইনে, জানুন

বুধবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক ফল। ওই দিন দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। 

Advertisement
বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে Result জানবেন অনলাইনে, জানুনফাইল চিত্র।
হাইলাইটস
  • বুধবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক ফল।
  • ওই দিন দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। 

বুধবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক ফল। ওই দিন দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। 

কখন ফল জানতে পারবেন?

বুধবার দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পাবেন। ডাউনলোড করা যাবে ফলাফল। 


কীভাবে ফল জানবেন?

পড়ুয়ারা bangla.aajtak.in-এর এখানে ক্লিক করুন(CLICK HERE)মাধ্যমে সরাসরি দেখতে পারবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তাঁরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। ডাউনলোডও করে রাখতে পারবেন ডিজিটাল মার্কশিট।

এই লিঙ্কগুলিতে ঢুকেও দেখতে পারেন উচ্চ মাধ্যমিকের ফল-
https://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল। 


উচ্চমাধ্যমিকের ফলাফল জানার জন্য প্রথমেই https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result-এ  আসতে হবে।ওখানে ক্লিক করার ফলে নতুন পেজ খুলে যাবে। সেখান থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।ওই নয়া পেজের একদম উপরের দিকে থাকবে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। ঠিক নিচেই 'উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫' থাকবে। সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে পড়ুয়াদের। 'ক্লিক করুন' বাটনে ক্লিক করতে হবে।এবার স্ক্রিনে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
 

POST A COMMENT
Advertisement