আগামী ৭ মে, ২০২৫ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। দুইটি অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। প্রথমটি wbchse.wb.gov.in এবং দ্বিতীয়টি wbresults.nic.in। ওই ওয়েবসাইটগুলিতে রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করলেই স্কোর দেখা যাবে। এছাড়াও, bangla.aajtak.in থেকেও সরাসরি রেজাল্ট লিঙ্কে গিয়ে ফলাফল দেখা যাবে। তার জন্য ক্লিক করুন এই খানে- CLICK HERE FOR HS RESULT ।
উচ্চ মাধ্যমিক রেজাল্টে প্রতিটি বিষয়ে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর উল্লেখ থাকবে। তবে এই অনলাইন মার্কশিটটি একটি প্রোভিশনাল কপি। মূল বা অরিজিনাল মার্কশিট পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুল থেকে সংগ্রহ করতে হবে। ফলে কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা সরকারি কাজে এই অনলাইন কপিটি ব্যবহারের আগে মূল মার্কশিট পাওয়ার অপেক্ষা করা জরুরি।
রেজাল্ট দেখবেন কীভাবে?
১. wbresults.nic.in অথবা wbchse.wb.gov.in সাইটে ঢুকুন।
২. 'Higher Secondary Results 2025' লিঙ্কে ক্লিক করুন।
৩. রোল নম্বর ও জন্মতারিখ টাইপ করে সাবমিট করুন।
৪. আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
৫. পিডিএফ ফর্ম্যাটে স্কোরকার্ড ডাউনলোড করুন ও প্রিন্ট করে রাখুন।
WBCHSE রেজাল্ট ২০২৫: নতুন বিষয়
এবারের উচ্চ মাধ্যমিকে মোট ৬২টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তার মধ্যে দুটি নতুন বিষয় যুক্ত হয়েছে – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও ডেটা সায়েন্স। এই দুই আধুনিক বিষয় প্রথমবার পরীক্ষার অন্তর্ভুক্ত হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন।
গত বছরের ফলাফল
২০২৪ সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়েছিল ৮ মে। সেই বছর ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা সর্বোচ্চ সফলতা অর্জন করেছিল। পাশের হার ছিল ৯০ শতাংশ। হুগলি জেলার অভীক দাস ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
আরও আগের বছর, ২০২৩-এ ফল প্রকাশ হয়েছিল ২৪ মে। WBCHSE সেই বছর রেকর্ড ৫৭ দিনে রেজাল্ট প্রকাশ করেছিল। পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ।
পরীক্ষার্থীদের জন্য পরামর্শ, রেজাল্ট প্রকাশের পর সাইটে ভিড়ের কারণে কিছুটা ধীরগতি হতে পারে। তাই ধৈর্য সহকারে পুনরায় চেষ্টা করার অনুরোধ করা হচ্ছে।