Advertisement

HS Result 2025 Live Updates: অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকে, রইল লিঙ্ক

Aajtak Bangla | কলকাতা | 07 May 2025, 2:00 PM IST

আজ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বেলা সাড়ে ১২টা থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। wbchse.wb.gov.in ও wbresults.nic.in এই দুই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নম্বর দেখা যাবে। bangla.aajtak.in-এও সরাসরি রেজাল্ট দেখার লিঙ্ক থাকছে। রোল নম্বর ও জন্মতারিখ লিখে রেজাল্ট দেখা যাবে।

hs result 2025- উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।hs result 2025- উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

আজ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাপ রেজাল্ট। দুপুর ২টো থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। wbresults.nic.in এবং wbchse.wb.gov.in  এই দুই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নম্বর দেখা যাবে। bangla.aajtak.in-এও সরাসরি রেজাল্ট দেখার লিঙ্ক থাকছে। রোল নম্বর ও জন্মতারিখ লিখে রেজাল্ট দেখা যাবে।

>> HS Result 2025 Direct Link – CLICK HERE

রেজাল্ট দেখার পর প্রয়োজনে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রেখে দিন। পরে মূল মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে হবে। ২০২৫-এ ৬২টি বিষয়ে পরীক্ষা হয়েছে। প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সের পরীক্ষা হয়েছে। গত বছর, ২০২৪ সালে পাশের হারের নিরিখে প্রথম স্থানে ছিল পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক দাস (৪৯৬/৫০০)।

মনে রাখবেন, রেজাল্ট ঘোষণার সময় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ পড়তে পারে। ফলে পেজ লোড হতে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে একাধিকবার চেষ্টা করতে হবে। 

সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আমাদের HS Result Live Blog-এ।

1:51 PM(3 days ago)

উচ্চমাধ্যমিকের রেজাল্ট- DIRECT LINK(দুপুর ২টো থেকে)

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিকের রেজাল্ট- রইল ৩টি DIRECT LINK(দুপুর ২টো থেকে)। যেকোনও একটিতে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবেন।

1:49 PM(3 days ago)

চতু্র্থ স্থানে সৃজিতা ঘোষাল

Posted by :- Soumick Majumdar

চতু্র্থ স্থানে রয়েছেন সৃজিতা ঘোষাল। সোনামুখী গার্লস হাইস্কুলের ছাত্রী। পেয়েছেন ৪৯৪ নম্বর - ৯৮.৮% ।

1:23 PM(3 days ago)

উচ্চমাধ্যমিকে তৃতীয় রাজর্ষি অধিকারী

Posted by :- Soumick Majumdar

এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন, রাজর্ষি অধিকারী। আরামবাগ হাইস্কুল, হুগলির পরীক্ষার্থী। নম্বর- ৪৯৫- ৯৯% ।

1:21 PM(3 days ago)

HS 2025-এ দ্বিতীয় তুষার দেবনাথ

Posted by :- Soumick Majumdar

HS 2025-এ দ্বিতীয় তুষার দেবনাথ। কোচবিহার বক্সিরহাট হাইস্কুলের পড়ুয়া। পেয়েছেন ৪৯৬ নম্বর - ৯৯.২%। 

Advertisement
1:15 PM(3 days ago)

উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমান সিএনএস হাইস্কুলের প্রথম রূপায়ণ পাল

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিকের প্রথম রূপায়ণ পাল। বর্ধমান সিএনএস হাইস্কুলের। ৪৯৭ নম্বর(৯৯.৪%) পেয়েছেন।

1:09 PM(3 days ago)

HS 2025 Result: পাশের হারে সেরা এই ৩ জেলা

Posted by :- Soumick Majumdar

পাশের হারে এবারেও এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৫.৭৪%। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা(৯৩.৫৩%), তৃতীয় কলকাতা(৯৩.৪৩%)

1:04 PM(3 days ago)

মেয়ে পরীক্ষার্থী বেশি হলেও ছেলেদের পাশের হার বেশি

Posted by :- Soumick Majumdar

এবারের উচ্চমাধ্যমিকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও, ছেলে পরীক্ষার্থীদের পাশের হার বেশি। সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ছেলেদের মধ্যে পাশের হার ৯২.০৩%। মেয়েদের পাশের হার ৮৮.১২%।

1:02 PM(3 days ago)

HS 2025: ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন ৪৫.৩৮% পরীক্ষার্থী

Posted by :- Soumick Majumdar

৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন ৪৫.৩৮% পরীক্ষার্থী।

1:01 PM(3 days ago)

উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.৭৯%

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৪.৭৩ লক্ষ পরীক্ষার্থী। পাশ করেছেন ৪.৩০ লক্ষ। পাশের হার ৯০.৭৯%।

Advertisement
12:55 PM(3 days ago)

মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের তুলনায় ৪৭,৫০০ বেশি ছিল

Posted by :- Soumick Majumdar

শিক্ষা সংসদ: গত কয়েক বছরের ট্রেন্ডের মতোই এবারেও মেয়ে পরীক্ষার্থী ছেলেদের তুলনায় বেশি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের তুলনায় ৪৭,৫০০ বেশি ছিল

12:54 PM(3 days ago)

মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪.৮২ লক্ষ

Posted by :- Soumick Majumdar

শিক্ষা সংসদ: এবারের মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪.৮২ লক্ষ। পরীক্ষায় বসেছিলেন ৪.৭৩ লক্ষ।

12:45 PM(3 days ago)

সাংবাদিক সম্মেলন শুরু শিক্ষা সংসদের

Posted by :- Soumick Majumdar

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ- সাংবাদিক সম্মেলন শুরু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

12:19 PM(3 days ago)

HS Result 2025 Online: যা মনে রাখা জরুরি

Posted by :- Soumick Majumdar

রেজাল্ট প্রকাশের সময় সরকারি ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকতে পারে। এর ফলে পেজ লোড হতে সময় লাগাটাই স্বাভাবিক। ধৈর্য্য ধরে বারবার চেষ্টা করুন। স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিন। তবে অরিজিনাল মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে ভুলবেন না।

12:18 PM(3 days ago)

West Bengal Higher Secondary Result 2025 কীভাবে দেখবেন?

Posted by :- Soumick Majumdar

নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  1. wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এ যান

  2. 'Higher Secondary Result 2025' লিঙ্কে ক্লিক করুন

  3. নিজের রোল নম্বর ও জন্মতারিখ লিখুন

  4. 'Submit' করলেই স্ক্রিনে রেজাল্ট চলে আসবে

  5. PDF ফর্মে ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন

Advertisement
11:19 AM(3 days ago)

bangla.aajtak.in-এ সরাসরি HS Result 2025 Direct Link

Posted by :- Soumick Majumdar

>> HS Result 2025 Direct Link – CLICK HERE

10:47 AM(3 days ago)

WB HS Result 2025 কোথায় দেখবেন?

Posted by :- Soumick Majumdar

দু'টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

10:20 AM(3 days ago)

WBCHSE Result 2025 কখন থেকে অনলাইনে দেখা যাবে?

Posted by :- Soumick Majumdar

বেলা সাড়ে ১২টায় রেজাল্ট অনলাইনে দেখা যাবে। 

10:19 AM(3 days ago)

Online HS Marksheet 2025 

Posted by :- Soumick Majumdar

অনলাইনে যে মার্কশিট Download করা যাবে, তা শুধুমাত্র প্রোভিশনাল কপি। কলেজে ভর্তি বা সরকারি কাজে অরিজিনাল মার্কশিট বাধ্যতামূলক। ছাত্রছাত্রীদের নিজের স্কুল থেকে WBCHSE Result 2025-এর মূল মার্কশিট সংগ্রহ করতে হবে।

10:18 AM(3 days ago)

চোখ রাখুন wbresults.nic.in ও bangla.aajtak.in-এ

Posted by :- Soumick Majumdar

 দ্রুত আপডেট পেতে চোখ রাখুন wbresults.nic.inbangla.aajtak.in-এ।

Advertisement