আজ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাপ রেজাল্ট। দুপুর ২টো থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। wbresults.nic.in এবং wbchse.wb.gov.in এই দুই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নম্বর দেখা যাবে। bangla.aajtak.in-এও সরাসরি রেজাল্ট দেখার লিঙ্ক থাকছে। রোল নম্বর ও জন্মতারিখ লিখে রেজাল্ট দেখা যাবে।
>> HS Result 2025 Direct Link – CLICK HERE
রেজাল্ট দেখার পর প্রয়োজনে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রেখে দিন। পরে মূল মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে হবে। ২০২৫-এ ৬২টি বিষয়ে পরীক্ষা হয়েছে। প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সের পরীক্ষা হয়েছে। গত বছর, ২০২৪ সালে পাশের হারের নিরিখে প্রথম স্থানে ছিল পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন অভীক দাস (৪৯৬/৫০০)।
মনে রাখবেন, রেজাল্ট ঘোষণার সময় ওয়েবসাইটে অতিরিক্ত চাপ পড়তে পারে। ফলে পেজ লোড হতে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে একাধিকবার চেষ্টা করতে হবে।
সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আমাদের HS Result Live Blog-এ।