scorecardresearch
 

WBCHSE Result 2022: দ্বিতীয়, তৃতীয়... মেধা তালিকায় প্রথম দশে ২২ জন শুধু এই স্কুলেই

West Bengal Board Higher Secondary Class 12 Exam Result 2022 (পশ্চিমবঙ্গ বোর্ড দ্বাদশ শ্রেণির ফলাফল 2022): শুক্রবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন। প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।

Advertisement
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ।
হাইলাইটস
  • উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ।
  • প্রথম দশে ২২ জন পড়ুয়া।

West Bengal HS 12th Result 2022: দ্বিতীয়, তৃতীয় তো বটেই মেধা তালিকায় প্রথমে দশে ২২ জনই একই স্কুলের পড়ুয়া। এমনই অভাবনীয় ফল করেছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের কৃতীরা। প্রথম দশে স্থান পেয়েছে ২২ জন পড়ুয়া। 

শুক্রবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ২৭২ জন। প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছে জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন থেকে তৃতীয় হয়েছেন পরিচয় পারি। চতুর্থ স্থানে ওই বিদ্যালয়ের ৩ পড়ুয়া। প্রথম দশে রয়েছেন ২২ জন।           
 
১। সন্দীপ সামন্ত।  দ্বিতীয় স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৭।

২। পরিচয় পারি। তৃতীয় স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৬। 

৩। সৌম্যদীপ মণ্ডল। চতুর্থ স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। 

৪। কিংশুক রায়। চতুর্থ স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। 

৫। প্রীতম মিদ্দা। চতুর্থ স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। 

৬। শ্রীকৃষ্ণ সামন্ত। ষষ্ঠ স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৩। 

৭। পিংকি খাতুন। সপ্তম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯২। 

৮। শান্তনু পাল। সপ্তম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯২। 

৯। প্রতীক মণ্ডল। সপ্তম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯২। 

১০। শর্মিষ্ঠা ঘড়াই। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১। 

১১। শেখ রাহুল হোসেন। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১। 

১২। সৌম্যদীপ সামন্ত। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১। 

১৩। অঙ্কন সাহু। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১। 

১৪। সাহেব দাস অধিকারী। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১।

Advertisement

১৫। সৈকত রায়। অষ্টম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯১। 

১৬। শতাস্মিত মহাপাত্র। নবম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯০। 

১৭। অমিয় শাসমল। নবম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯০। 

১৮। শৈলেশ জানা। দশম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৮৯। 

১৯। পবিত্র বেরা। দশম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৮৯। 

২০। আকাশ ঘোষ। দশম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৮৯।

২১। সৌম্যদীপ করন। দশম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৮৯।

২২।  শুভজিৎ শাসমল। দশম স্থানাধিকারী। প্রাপ্ত নম্বর ৪৮৯। 

আরও পড়ুন- এই লিঙ্কে ক্লিক করে জানুন নিজের নম্বর

 

Advertisement