আগামী শুক্রবার, ১৭ জুন প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE 2022 Results)। সেদিন বিকেল ৪ টে থেকে ফলাফল দেখা যাবে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
কোথায় কীভাবে দেখবেন ফলাফল (Steps to check WBJEE Exam Result)
রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে (West Bengal Joint Entrance Board)-এর তরফে জানানো হয়েছে, ফলাফল দেখা যাবে তাদের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে (West Bengal Joint Entrance Board)। সেগুলি হল- www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-এ ।
প্রসঙ্গত, রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হবে Rank Card-এর আকারে। সেখানে পরীক্ষার্থীর নাম (Candidate Name), বিভাগ (Section), জন্মতারিখ (Date Of Birth), আবেদনের নম্বর, Rank ও প্রাপ্ত নম্বর-সহ সব তথ্য থাকবে।
আরও পড়ুন : Arijit Singh: কেন দাড়ি কাটেন না অরিজিৎ সিং? কারণ শুনলে চমকে যাবেন
Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে (www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in)। বিকেল চারটের পর থেকে Rank Card ডাউনলোডও করা যাবে।
ফলাফল দেখার জন্য এই ধাপগুলো মেনে চলতে হবে-
১) www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in -এই দুই ওয়েবসাইটে যান।
২) হোমপেজে 'LOG IN' অপশনে ক্লিক করুন। আপনার সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল জমা দিন। এরপর সাবমিটে ক্লিক করুন।
৩) এবার ফলাফল লিঙ্কে ক্লিক করুন। ফলাফল এবং WBJEE Rank Card পরীক্ষা করুন। প্রয়োজনে Rank Card Download-ও করতে পারবেন।