গঙ্গাসাগর বকখলিতে সরকারি চাকরিWBMSC Recruitment 2025: সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে চাকরি। অনলাইনে আবেদন করা যাবে। কমিশনের সরকারি ওয়েবসাইট www.mscwb.org এর মাধ্যমে(CLICK HERE) অ্যাপ্লাই করতে হবে। ২৭ অক্টোবর ২০২৫ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর আবেদনের শেষ দিন। অর্থাৎ হাতে আর খুব বেশি সময় নেই।
কোন কোন পদে আবেদন? এলিজিবিলিটি কী?
1. সার্ভেয়ার
শূন্যপদ: ১টি
মাইনে: ROPA 2019 অনুযায়ী লেভেল-9 (₹২৮,৯০০ – ₹৭৪,৫০০)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুলের পাশাপাশি সার্ভে সার্টিফিকেট বা সার্ভে/সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
বয়সসীমা: ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ বয়স ৪০ বছর (সরকারি নিয়ম অনুযায়ী উর্ধ্বসীমায় ছাড় প্রযোজ্য)।
2. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শূন্যপদ: ২টি
বেতনস্কেল: ROPA 2019 অনুযায়ী লেভেল-6 (₹২২,৭০০ – ₹৫৮,৫০০)
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে)।
পরীক্ষা ও সিলেকশন
শুধুমাত্র কলকাতা কেন্দ্রে পরীক্ষা হবে। দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে:
লিখিত পরীক্ষা (২০০ নম্বর):
১০০টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ২ নম্বর যোগ হবে। নেগেটিভ মার্কিংও আছে। ভুল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে। সময়ঃ দেড় ঘণ্টা।
পার্সোনালিটি টেস্ট (৪০ নম্বর):
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভ্যাকেন্সির তিন গুণ চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের যাচাইয়ের পরই ইন্টারভিউতে বসা যাবে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধাতালিকা তৈরি হবে।
আবেদনের শেষ দিন
১৭ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করে ফেলুন। সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।