২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিলও হয়ে যায় সেই প্যানেল।চাকরি খুইয়ে পথে বসেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। বহু বিতর্ক, টালবাহানার শেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে গতমাসে। পরীক্ষা তো হয়েছে, তবে নিয়োগ কবে? এসএসসির ফল প্রকাশ কবে হচ্ছে? এই নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন অনেকেই।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর , নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত,পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি, নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। পরীক্ষা শেষের পর জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এসএসসি সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বললে, অক্টোবরের শেষ দিকে ৯ বছর পর নেওয়া এসএসসি-র ফলপ্রকাশের সম্ভবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া। এসএসসিকে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ‘ডেডলাইনেই’ করতে হবে কাজ।
এর আগে এসএসসির পরীক্ষাশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’ পুজোর পরেই ফল প্রকাশ হবে। নভেম্বর মাসে ইন্টারভিউ প্যানেল প্রকাশ হবে বলে জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে শীর্ষ আদালত। ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয় রাজ্য। সেপ্টেম্বর মাসের ৭ ও ১৪ তারিখ নেওয়া হয় পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ রয়েছে, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই। এবার সেই নিয়ম মেনেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহকে টার্গেট করেছে স্কুল সার্ভিস কমিশন।