West Bardhaman Recruitment 2025: পশ্চিম বর্ধমানে প্রচুর Vacancy, ঢুকেই ৬০ হাজার টাকা Salary র সুযোগ

West Bardhaman Health Recruitment 2025: পশ্চিম বর্ধমান জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
 পশ্চিম বর্ধমানে প্রচুর Vacancy, ঢুকেই ৬০ হাজার টাকা Salary র সুযোগ নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল।
হাইলাইটস
  • পশ্চিম বর্ধমান জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।
  • জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে।

West Bardhaman Health Recruitment 2025: পশ্চিম বর্ধমান জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। লিঙ্ক পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। শুরুতেই জেনে রাখা ভাল, সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগ করা হবে। তবে বেতন বেশ আকর্ষণীয়। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে মোট ১৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। যে সব পদে নিয়োগ হবে, তার মধ্যে রয়েছে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর এবং কমিউনিটি হেল্‌থ অ্যাসিস্ট্যান্ট (আরবান)। স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।

বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। কোথাও আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর, আবার কিছু পদে তা ৬৭ বছর পর্যন্ত রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

ওয়েবসাইটের অফিসিয়াল LINK: https://paschimbardhaman.gov.in/notice_category/recruitment/

পারিশ্রমিকের দিক থেকেও যথেষ্ট আকর্ষণীয়। পদভেদে মাসিক বেতন ১৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। চুক্তিভিত্তিক হলেও অভিজ্ঞতা ও কাজের গুরুত্ব অনুযায়ী এই পারিশ্রমিক নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করা এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক। অন্য পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি আলাদা রয়েছে, যা বিস্তারিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করা বাধ্যতামূলক। এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রার্থী নির্বাচন, কাজের মেয়াদ এবং অন্যান্য শর্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement