scorecardresearch
 

West Bengal 12th Result Topper Subjects: বাঁধাধরার বাইরে হেঁটে প্রথম শুভ্রাংশু, অঙ্কের সঙ্গে কঠিন কঠিন সাবজেক্ট

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা ঘোষণার কর চিরঞ্জীব ভট্টাচার্য আলাদা করে প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দারের পরীক্ষার ৫টি বিষয়ের উল্লেখ। আপাত দৃষ্টিতে বেশ কঠিন কঠিন বিষয়।

Advertisement
উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার।
হাইলাইটস
  • উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার।
  • প্রাপ্ত নম্বর ৪৯৬।

৫৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রেজাল্ট ঘোষণা করেন। চলতি বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। আলাদা করে শুভ্রাংশুর সাবজেক্ট কম্বিনেশনের কথা উল্লেখ করলেন সংসদ সভাপতি। কারণ কঠিন কঠিন বিষয় নিয়ে পড়াশুনো করেছেন শুভ্রাংশু।       

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা ঘোষণার কর চিরঞ্জীব ভট্টাচার্য আলাদা করে প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দারের পরীক্ষার ৫টি বিষয়ের উল্লেখ। আপাত দৃষ্টিতে বেশ কঠিন কঠিন বিষয়। তাঁর সাবজেক্ট কম্বিনেশন- বাংলা, ইংরেজি, অর্থনীতি, অঙ্ক, পরিসংখ্যান (Statistics) এবং কম্পিউটার সায়েন্স। সংসদ সভাপতির মতে,এই কম্বিনেশন খুব ইন্টারেস্টিং লাগল। সাধারণ কম্বিনেশনের মতো নয়। সামগ্রিকভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পারফরম্যান্স খুবই ভালো। 

কেন এমন সাবজেক্ট কম্বিনেশন? শুভ্রাংশু জানালেন,'অঙ্ক ভাল লাগে। তাই এই বিষয়গুলি বেছে নিয়েছিলাম। প্রতিটি বিষয়ই পরস্পরের সঙ্গে যুক্ত।' রেজাল্ট জানুন এই লিঙ্কে-

 

চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ।   ছাত্রদের পাশের হার ৯১.৮৬%। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬%। পাশের হারে এগিয়ে ৯৫.৭৫ শতাংশ। প্রথম স্থানাধিকারী হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরকার। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসেবে ৯৯.২। দ্বিতীয় স্থানাধিকারী বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। প্রাপ্ত  নম্বর ৪৯৫। 

আরও পড়ুন- পরের বছর এগিয়ে এল উচ্চ মাধ্যমিক, পরীক্ষার সময়ও বদল, দেখে নিন রুটিন

মেধাতালিকায় অন্য জেলাগুলিকে টেক্কা দিয়েছে হুগলি। ৮৭ জনের মধ্যে শুধু ওই জেলারই ১৮ জন পরীক্ষার্থী। পাশের হারে দশম স্থানে কলকাতা। রেজাল্ট দেওয়া শুরু হবে ৩১ মে থেকে। 

Advertisement

Advertisement