উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এবার সহকারী অধ্যাপক নিয়োগের জন্য শূন্যপদ বাড়াতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের কলেজগুলিতে শূন্যপদ তৈরি হবে। কলেজগুলির থেকে সেই তালিকা চেয়ে পাঠিয়েছে কলেজ সার্ভিস কমিশন।
জানা গিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যজুড়ে ১৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই কলেক সার্ভিস কমিশনের কাছে ৩৩ হাজার আবেদন জমা পড়েছে। নিয়োগ করা হবে ৪৫০টি কলেজে। সূত্রের খবর, ইতিমধ্যেই কলেজগুলিকে শূন্যপদের তালিকা পাঠাতে বলেছে কলেজ সার্ভিস কমিশন।
অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করার পর নিয়োগপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে ছিল। এর মধ্যে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শূন্যপদের সংখ্যাও বাড়ছিল। অধ্যাপকদের অভাবে পঠনপাঠনে সমস্যাও হচ্ছে বিস্তর। চলতি বছরে রাজ্যের কলেজগুলিতে বহু অধ্যাপক অবসর নেবেন। সেজন্য এ বছর শূন্য পদের সংখ্যা বাড়বে বলেই মনে করছে কমিশন। তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজগুলোতে কতগুলি পদ ফাঁকা হতে পারে তার তালিকা চাওয়া হয়েছে।
ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া। ৩৩ হাজার চাকরিপ্রার্থী আবেদন জমা দিয়েছেন। কমিশন সূত্রে খবর, প্রতি সপ্তাহে পাঁচটি বিষয়ে ১ হাজার চাকরি প্রার্থী ইন্টারভিউ দিচ্ছেন। ইতিমধ্যেই ৮ হাজার চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে। ১৫ টি বিষয়ের জন্য ৮ হাজার চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১০ বছরে ৭৫০০ জনকে চাকরি দিয়েছে কলেজ সার্ভিস কমিশন।
আরও পড়ুন- ফিরছে 'রাজার গাড়ি', নতুন রূপে বাজার কাঁপাবে অ্যাম্বাসেডর ২.০