
২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাস ইলেভেন ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে।
করোনার জেরে গতবারের উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়েছে পুরোনো সিলেবাসের মাত্র ৭০ শতাংশ পাঠ্যক্রমে। তবে ২০২৩ সালে সেই নিয়ম বদলাতে চলেছে। সেরকমই ঘোষণা করেছেন সংসদ সভাপতি তাপস কুমার মুখোপাধ্যায়।
সংসদ সভাপতি জানিয়েছেন, ২০২৩ শিক্ষাবর্ষে পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে। আর সেই সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://www.wbchse.nc.in/ এই ওয়েবসাইটে। এছাড়াও সংসদের বইতেও পাওয়া যাবে। আগামী বছরের প্রশ্নপত্রের প্যার্টান কী হবে তাও জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৪ মার্চ থেকে। ২৭ মার্চ পর্যন্ত চলবে। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তা শেষ হবে।
করোনার জন্য গত ২ বছর ক্লাস হয়েছে অনলাইনে। এখন করোনার প্রকোপ কম হওয়ায় স্বাভাবিক হয়েছে পঠনপাঠন। শুরু হয়েছে স্কুলও। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষার কথা ঘোষণা করল সংসদ।