West Bengal HS 12 Result 2024: উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, প্রাপ্ত নম্বর ৪৯৬

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানাধিকারী। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫)। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত (৪৯৪)।

Advertisement
উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, প্রাপ্ত নম্বর ৪৯৬উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস

West Bengal HS Topper 2024, 1st position: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানাধিকারী। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫)। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত (৪৯৪)।

মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩।

বুধবার, ৮ মে ঠিক বেলা ১টায় ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক ২০২৪-এ পাসের হার ৯০ শতাংশ। এবারে উচ্চ মাধ্যমিকে ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী ছিল। এবার পাশের হার অনেক বেশি হয়েছে। পূর্ব মেদিনীপুরে পাসের হার সর্বোচ্চ। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগণা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। পাসের হারে পঞ্চম কলকাতা। ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেড়েছে। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৫৮ জন। মেধাতালিকায় হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন ও দক্ষিণ ২৪ পরগণা থেকে ৭ জন। 

bangla.aajtak.in-এ কীভাবে দেখা যাবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও দেখা যাবে bangla.aajtak.in-এ। 
- এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রোল নম্বর ও জন্মতারিখ পূরণ করতে হবে। 
- তারপর Submit বাটনে ক্লিক করুন। উচ্চ মাধ্যমিকের মার্কশিট চলে আসবে। দেখা যাবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন। 
- নীচে ডাউনলোড ও প্রিন্ট অপশন থাকবে। সেখান থেকেই মার্কশিট প্রিন্ট করে নিতে পারেন। 

POST A COMMENT
Advertisement