West Bengal HS 12th Result 2022: বদলে গেল সময়, অনলাইনে কখন দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল? জানুন

West Bengal HS 12th Result 2022: আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। তবে পূর্ব ঘোষণার কিছুটা বদল ঘটাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথমে বলা হয়েছিল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে অনলাইন ফল দেখতে পারবেন পড়ুয়ারা। এদিন সেই সময়সূচিতে পরিবর্তনের কথা জানাল সংসদ।

Advertisement
বদলে গেল সময়, অনলাইনে কখন দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল? জানুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবার bangla.aajtak.in-এও
হাইলাইটস
  • আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল
  • সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ
  • দুপুর ১২টা থেকে আজতক বাংলার ওয়েবসাইটে দেখা যাবে ফল

West Bengal HS 12th Result 2022: আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল।  সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটের পাশাপাশি এবার পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন bangla.aajtak.in -এও। তবে অনলাইনে ফল দেখার সময়ে সামান্য পরিবর্তন ঘটাল সংসদ। ফল দেখার সময় পিছিয়ে দেওয়া হল আধ ঘণ্টা। প্রথমে জানান হয়েছিল, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে অনলাইন ফল দেখা যাবে। বুধবার সেই সময়সূচিতে সামান্য পরিবর্তনের কথা জানান হয়েছে। বেলা সাড়ে ১১টা নয়, ১০ তারিখ দুপুর ১২টা থেকে অনলাইন ফল দেখা যাবে। সুতরাং  সেদিন দুপুর ১২টা থেকে আজতক বাংলার ওয়েবসাইটে দেখা যাবে ফল।

কী ভাবে দেখবেন bangla.aajtak.in-এ রেজাল্ট 
ফল প্রকাশের পর https:// bangla.aajtak.in/hsresult/–এ ক্লিক করুন। সেখানে রোল নম্বর লিখুন। ক্লিক করলেই দেখা যাবে ফল। এবার আর বেশিক্ষণ চাপ নিয়ে ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হবে না। সাইটে ক্লিক করলে নিমেষে দেখতে পাবেন ফল। 

 

 

আর কোন কোন  ওয়েব সাইট থেকে  উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে
www.wbresults.nic.in 
www.exametc.com 
www.indiaresults.com
results.shiksha
jagranjosh.com
technoindiagroup.com–এ ফল দেখা যাবে।

 SMS এর মাধ্যমেও ফল জানা যাবে
এই ওয়েবসাইটগুলি ছাড়াও SMS এর মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন । SMS এর মাধ্যমে ফল জানার জন্য আপনাকে ফোনের SMS অপশনে গিয়ে লিখতে হবে WB12 নিজের রোল নম্বর । লেখার পর 5676570 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে ।

করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও,  নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর ২ এপ্রিল শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ এপ্রিল। পরীক্ষা দেয় ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। টোকাটুকি বন্ধ করার জন্য নিয়োগ করা হয় বিশেষ অবজার্ভার। সূত্রের খবর, পরের বছর থেকে হোম সেন্টার নয় বরং ছাত্র-ছাত্রীরা অন্য স্কুলে পরীক্ষা দিক,  এমনটাই চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।মূলত খরচে লাগাম দিতেই সংসদ পুরোনো নিয়মে ফিরতে চায়। এমনটাই বলছে সূত্র। 

Advertisement

POST A COMMENT
Advertisement