HS Exam Rules: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার স্কুলে স্কুলে 'মেটাল ডিটেক্টর' , কেন এই নিয়ম?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সব পরীক্ষার্থীরাই অ্যাডমিড কার্ড পেয়ে গিয়েছেন। ৭ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গিয়েছে অ্যাডমিড কার্ড। পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। খোলা হবে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই। ৯টার মধ্যে ভেনু সুপারভাইসারের কাছে  পৌঁছে যাবে প্রশ্নপত্র।

Advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার স্কুলে স্কুলে 'মেটাল ডিটেক্টর' , কেন এই নিয়ম?উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
হাইলাইটস
  • ৩ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক।
  • চলবে ১৮ মার্চ পর্যন্ত।

উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। ১.১৫ মিনিট পর্যন্ত চলবে । সকাল ৯টার মধ্যে সব ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। এবার মোট পরীক্ষার্থী ৫ লক্ষ ৯ হাজার। এর মধ্যে ৪৫.৩২%  ছাত্র। ছাত্রী ৫৪.৬৮%।‌ চলতি বছর ছাত্রের চেয়ে ৪৭ হাজার ৫৭১ ছাত্রী বেশি।  

উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। তার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই এবার আরও কড়াকড়ি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। সেই সঙ্গে থাকবে সিসিটিভি-র নজরদারিও। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সব পরীক্ষার্থীরাই অ্যাডমিড কার্ড পেয়ে গিয়েছেন। ৭ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গিয়েছে অ্যাডমিড কার্ড। পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। খোলা হবে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই। ৯টার মধ্যে ভেনু সুপারভাইসারের কাছে  পৌঁছে যাবে প্রশ্নপত্র।

ছাত্র ছাত্রীদের আনসার কি তে কোশ্চেন পেপার নম্বর থাকবে । প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়বে তার জন্য আরও কড়া পদক্ষেপ পর্ষদের । প্রতেক টা জায়গায় যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে সেই সকল জায়গা গুলিতে মেটাল ডিরেক্টর থাকবে একইসঙ্গে থাকবে সিসিটিভিও । 

উচ্চমাধ্যমিকে মোট ৬২ টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর ছিল ৬০টি। চলতি বছর ARTI ও DTSC- এই দুটি বিষয়ে যোগ হয়েছে। এর মধ্যে ভাষার বিষয় ১৫টি । বিগত বছরের মতো এবারও বাংলা, ইংরাজি , হিন্দি ও অলচিকি-এই চারটি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। ১৪ টি বিষয়ে অলচিকি ভাষায় প্রশ্নপত্র রয়েছে। এর মধ্যে বিজ্ঞানের বিষয়গুলিও যুক্ত। 
 

POST A COMMENT
Advertisement