West Bengal Joint Entrance 2023 Result: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের দিন-ক্ষণ এবার জানা গেল৷ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্টের দিন-ক্ষণ টুইট করে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে৷ ওই দিন বেলা আড়াইটে নাগাদ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা করবে বোর্ড৷ পরীক্ষার্থীরা শুক্রবার বিকেল ৪টের পর থেকে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন৷
এ বছর পরীক্ষা হওয়ার এক মাসের মাথায় জয়েন্টের ফলাফল প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ এ বারে প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলেন৷
#পশ্চিমবঙ্গ_জয়েন্ট_এন্ট্রান্স_২০২৩_ফলাফল pic.twitter.com/6KbGw0ZoKc
— Bratya Basu (@basu_bratya) May 23, 2023
টুইট করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার, বেলা ২.৩০টের সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে৷ প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার৷ তাঁরা তাঁদের ব়্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন৷ সকল পরীক্ষার্থীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই৷’
আগামিকাল রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে৷ বুধবার বেলা ১২টা নাগাদ পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে৷ এর পর বেলা সাড়ে ১২টা থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা ওয়েবসাইটে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন৷ এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷