আজ বেরোল না রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। তবে খুব শীঘ্রই ঘোষণা হবে। বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তারিখ ঘোষণা করেন। আগামী ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে তিনি জানান।
গতকাল রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। দ্রুত ফলপ্রকাশের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ, আজই ফলপ্রকাশের দিন ঘোষণার কথা ছিল। সেইমতো নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্টের দিন ঘোষণাও হল। তবে ওবিসি জটে অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছে।
গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। কিন্তু ওবিসি তালিকা জটে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ফলপ্রকাশ করতে পারছিল না বোর্ড। দিনকয়েক আগে হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরই ফলপ্রকাশের রাস্তা পরিষ্কার হয়ে যায়।
কীভাবে দেখবেন WBJEE-র রেজাল্ট?