Madhyamik Test Paper নিয়ে বড় ঘোষণা! নতুন নিয়মটা অবশ্যই জেনে রাখুন

Madhyamik Test Paper: মাধ্যমিক ২০২৬ এর টেস্ট পেপার বিতরণের নিয়মে বড় বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পড়ুয়াদের সুবিধার্থে এ বছর থেকে ক্যাম্প অফিসগুলির মাধ্যমেই সরাসরি স্কুলগুলির হাতে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে।

Advertisement
Madhyamik Test Paper নিয়ে বড় ঘোষণা! নতুন নিয়মটা অবশ্যই জেনে রাখুনমাধ্যমিক টেস্ট পেপার বিতরণের নিয়মে বদল।
হাইলাইটস
  • মাধ্যমিক ২০২৬ এর টেস্ট পেপার বিতরণের নিয়মে বড় বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। 
  • ক্যাম্প অফিসগুলির মাধ্যমেই সরাসরি স্কুলগুলির হাতে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে।
  • এর আগে জেলা অফিস ঘুরে টেস্ট পেপার বিলির নিয়ম ছিল। সেই পদ্ধতি বদলাচ্ছে।

Madhyamik Test Paper: মাধ্যমিক ২০২৬ এর টেস্ট পেপার বিতরণের নিয়মে বড় বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পড়ুয়াদের সুবিধার্থে এ বছর থেকে ক্যাম্প অফিসগুলির মাধ্যমেই সরাসরি স্কুলগুলির হাতে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে। এর আগে জেলা অফিস ঘুরে টেস্ট পেপার বিলির নিয়ম ছিল। সেই পদ্ধতি বদলাচ্ছে। পর্ষদের দাবি, নতুন এই সিস্টেমে সময় ও ঝামেলা, দুই-ই কমবে।

শুক্র ও শনিবার রাজ্য জুড়ে স্কুলগুলি নিজেদের জেলার ক্যাম্প অফিসে গিয়ে বিনামূল্যে টেস্ট-পেপার সংগ্রহ করতে পারবে। এ বার রাজ্যের মোট ৪৬টি ক্যাম্প অফিস থেকেই এই টেস্ট পেপার বিতরণ হবে। শুধু টেস্ট-পেপারই নয়, নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও স্কুল প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পর্ষদ সূত্রের খবর, এ বছরের টেস্ট-পেপারে মোট প্রায় সাড়ে পাঁচশো প্রশ্ন রাখা হয়েছে। রাজ্যের ১০ শতাংশ সরকারি ও সরকারিপোষিত স্কুলের প্রশ্নও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নপত্রের প্রথম ও শেষ পাতায় ‘অঙ্গীকার’ পাতাও রয়েছে, যেখানে পরীক্ষাকেন্দ্রে কোন সামগ্রী নেওয়া যাবে, কোন সামগ্রী নিষিদ্ধ; তার বিশদ তালিকা ছাপানো হয়েছে। সেই সঙ্গে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের নম্বরও উল্লেখ রয়েছে।

মাধ্যমিক ২০২৬-এর জন্য এ বছর প্রায় পৌনে ১১ লক্ষ পড়ুয়া নবম শ্রেণিতে নিবন্ধন করেছে। সেই সংখ্যার ভিত্তিতেই ছাপা হয়েছে টেস্ট-পেপার। পর্ষদ জানিয়েছে, এই প্রথম নেপালি এবং উর্দু ভাষার প্রশ্নও সংযোজিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অধীন প্রায় ৯৩০০ স্কুল রয়েছে। প্রতিটি স্কুলকে তিনটি করে টেস্ট-পেপার দেওয়া হচ্ছে। সেই হিসাবে অতিরিক্ত ২৭,৯০০ অনুলিপি ছাপানো হয়েছে বলেও পর্ষদ জানিয়েছে। 

POST A COMMENT
Advertisement