আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারা জানিয়েছে, ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন, পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে। শেষ হবে দুপুর ২টো নাগাদ। শারীর শিক্ষা ও সমাজসেবা এবং কর্মশিক্ষার পরীক্ষা ছাড়া বাকি বিষয়গুলির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। বাকি থাকা বিষয়গুলির পরীক্ষার দিন পরে জানানো হবে। কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।
কবে কোন পরীক্ষা
এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় গত ২ মে মাধ্যমিকের ফল ঘোষণা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। তার মধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী ছিল। পরীক্ষায় পাস করেছে ৭,৬৫,২৫২ জন।
এদিকে, মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশের পর বড় পরিবর্তন ঘটেছে মাধ্যমিকের মেধা তালিকায়। চার জন পরীক্ষার্থীর স্থান বদল হয়েছে। প্রথম দশে ঢুকেছে আরও সাত জন পরীক্ষার্থী। আগে প্রথম দশে ৫৭ জন পরীক্ষার্থী ছিল। এখন প্রথম দশে এল ৬৪ জন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ১২ হাজার ৪৬৮টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। সর্বোচ্চ নম্বর বেড়েছে ২২।