আজ কি প্রাথমিক টেটের রেজাল্ট বেরোতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর সেরকমই। ২০২৩ সালের ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বুধবারই। বিকেল ৪টের পর ফল প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাবে।
এদিকে, খুব শীঘ্রই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের ফল প্রকাশ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। সূত্রের খবর, টেটের ফল প্রকাশের পর পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ১৩.৪২১টি শূন্যপদে জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছিল চূড়ান্ত অনুমোদন চেয়ে। সেই অনুমোদন চলে এসেছে।
২০২৩ সালের এই টেট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল মূলত ওবিসি মামলা নিয়ে। ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ নিয়ে মামলা হয়। ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগেও মামলা হয়। অভিযোগ খতিয়ে দেখে বিশদে রিপোর্ট দেয় বিশেষজ্ঞদের কমিটি। জটিলতার কারণে ২০২৪ সালের টেট বাতিল হয়ে যায়।