WBPSC-তে শূন্যপদরাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ২০২৫-এ চারটি নতুন নিয়োগ হবে। এই সংক্রান্ত একটি ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে (Legislative Assembly Secretariat) তিনটি ভাষার রিপোর্টার পদে এই নিয়োগ হবে।
কারা, কীভাবে আবেদন?
WBPSC অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫/২০২৫, ৬/২০২৫, ৭/২০২৫ এবং ৮/২০২৫-এর মাধ্যমে এই পদগুলি পূরণ করবে। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় রিপোর্টার নিয়োগ হবে। এর জন্য পরীক্ষা নেওয়া হবে।
বাংলা রিপোর্টার
পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ে বাংলা রিপোর্টার নিয়োগ করা হবে। ‘বেঙ্গলি রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৫’-র মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে।
ইংরেজি রিপোর্টার
বিধানসভার কার্যবিবরণী নথিবদ্ধ করার ক্ষেত্রে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে 'ইংরেজি রিপোর্টার' পদের জন্য পরীক্ষা দিতে হবে।
হিন্দি রিপোর্টার
হিন্দি রিপোর্টার পদেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
জুনিয়র বেঙ্গলি রিপোর্টার
এছাড়া, জুনিয়র বেঙ্গলি রিপোর্টার পদে নিয়োগ করা হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে https://psc.wb.gov.in/notification_announcement.jsp ওয়েবসাইটটি চেক করুন।