WBCHSE Result 12th 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকে, রইল অফিসিয়াল Result Links

আজ উচ্চ মাধ্যমিকের রেজ়াল্ট। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তাদের অফিস থেকে রেজ়াল্ট প্রকাশ করা হবে। এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। ফলে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২.৩০ মিনিচে প্রেস কনফারেন্স করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, ০৭.০৫.২০২৫ তারিখ বেলা ২:০০ টো থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে।

Advertisement
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকে, রইল অফিসিয়াল Result LinksWBCHSE Result 12th 2025

 আজ উচ্চ মাধ্যমিকের রেজ়াল্ট। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তাদের অফিস থেকে রেজ়াল্ট প্রকাশ করা হবে। এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। ফলে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২.৩০ মিনিচে প্রেস কনফারেন্স করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, ০৭.০৫.২০২৫ তারিখ বেলা ২:০০ টো থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে বুধবার দুপুর ২টো থেকে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। wbchse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট দেখা যাবে। এছাড়াও bangla.aajtak.in-এ একটি সরাসরি রেজাল্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট রেজাল্ট দেখে নিতে পারবেন।

HS Result Direct Link - CLICK HERE FOR HS RESULT

রেজাল্ট দেখতে প্রথমে উপরের ওয়েবসাইটে যেতে হবে। এরপর Higher Secondary Result 2025 -এ ক্লিক করতে হবে। এরপর Enter Your Registration No. -এর ঘরে ক্লিক করতে হবে। এরপর Enter Date of Birth -এর জায়গায় গিয়ে নিজের জন্মতারিখ দিতে হবে। তারপর Submit বোতামে ক্লিক করতে হবে। এরফলে পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে। 

ধাপে ধাপে ফলাফল দেখার পদ্ধতি:
নির্ধারিত সময়ের পর উল্লিখিত যে কোনও একটি অফিসিয়াল ওয়েবসাইটে যান।
'West Bengal HS Result 2025' লিঙ্কে ক্লিক করুন।
রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন।
 স্ক্রিনে আপনার WBCHSE Higher Secondary Marksheet 2025 প্রদর্শিত হবে।
তা ডাউনলোড করে একটি প্রিন্টআউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য।

SMS-এর মাধ্যমে WBCHSE HS ফলাফল 2025 দেখার পদ্ধতি
যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা SMS পাঠিয়েও পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
মোবাইলের Write Message অপশনে গিয়ে টাইপ করুন: WB12 পাঠিয়ে দিন এই নম্বরে: 5676750 অথবা 58888
কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Advertisement

মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহের তথ্য
সকল সফল প্রার্থী তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও পাশ সার্টিফিকেটের হার্ড কপি ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি মনোনীত বিতরণ কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠানো হবে। প্রার্থীরা ওই দিন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। 

POST A COMMENT
Advertisement