Advertisement

Madhyamik Pariksha: প্রশ্নপত্র থেকে ব্যবস্থাপনা, মাধ্যমিক নিয়ে 'সন্তুষ্ট' পর্ষদ সভাপতি রামানুজ

চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ লিখিত পরীক্ষা শেষ । আজ ছিল ভৌতবিজ্ঞান। মাধ্যমিক পরীক্ষা হলে সারপ্রাইজ ভিসিট করলেন পর্ষদ সভাপতি। বৃহস্পতিবার আসানসোলের একটি স্কুলে যান মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি প্রফেসার রামানুজ গঙ্গোপাধ্যায়। আসানসোলের মণিমালা গার্লস স্কুলে ভিসিট করার পর তিনি বলেন, প্রশ্নপত্র থেকে ব্যবস্থপনা সবকিছু নিয়ে তিনি খুশি। এবারের মাধ্যমিক প্রশ্নপত্র ব্যালেন্সড হয়েছে।

Advertisement
POST A COMMENT