scorecardresearch
 
Advertisement

WB HS Topper 1st: মহাকাশ নিয়ে গবেষণায় আগ্রহ উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাসের

WB HS Topper 1st: মহাকাশ নিয়ে গবেষণায় আগ্রহ উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাসের

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানাধিকারী। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫)। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত (৪৯৪)। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩।

Advertisement