বেসরকারি স্কুলগুলিতে লাগাম ছাড়া ফি বৃদ্ধি নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এ বিষয়ে এবার নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং তিনি বলেন, "বেসরকারি স্কুল গুলির পড়াশোনার মান ভালো। বেসরকারি স্কুলগুলির কৃতিত্ব আমরা কখনোই অস্বীকার করি না। তবে আমি মনে করি সরকারি এবং বেসরকারি স্কুলগুলির মধ্যে সমন্বয় দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে আমরা একটা বিল আনতে চাই। সেটি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি বিধানসভায় পাস করাতে পারব। তবে সেটি কবে কার্যকর হবে তা মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করবে।"