রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে কলকাতায় শুরু হল প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের খোলা এলাকায় মজার ছলে পড়াশোনার ব্যবস্থা। অর্থাৎ ‘পাড়ায় শিক্ষালয়’। করোনা জেরে বিগত কয়েক মাস ধরে বন্ধ ছিল শিক্ষাঙ্গনগুলি। তারপর করোনার প্রকোপ কিছুটা কমায় গত ৩ তারিখ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল শুরু হলেও, নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য এখনও বন্ধ স্কুলের দরজা। তাই তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতেই এই অভিনব উদ্যোগ। আজ ভবানীপুরের নর্দান পার্কে দেখা গেল এমনই এক ছবি। এমন এক ব্যবস্থাপনায় খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। দেখুন গ্রাউন্ড রিপোর্ট।
Paray Shikshalaya starts from today at Northern Park, Bhawanipur