scorecardresearch
 

Hiran Chatterjee: শুভেন্দুর পর হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশ, খবর পেয়েই ঘটনাস্থলে BJP প্রার্থী

আগামী শনিবার দেশে ষষ্ঠ দফার লোকসভা ভোট। এই দফায় ভোট রয়েছে বাংলার ঘাটাল আসনে। এই লড়াই বেশ চমকপ্রদ হতে চলেছে। তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে আরেক অভিনেতা হিরণকে। দুই তরফের বাকযুদ্ধও চলছে রীতিমত। এর মাঝেই হিরণের সেক্রেটারের বাড়ি হানা দিল পুলিশ।

Advertisement
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের PA-র বাড়িতে হানা পুলিশের ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের PA-র বাড়িতে হানা পুলিশের

আগামী শনিবার দেশে ষষ্ঠ দফার লোকসভা ভোট। এই দফায় ভোট রয়েছে বাংলার ঘাটাল আসনে। এই লড়াই বেশ চমকপ্রদ হতে চলেছে। তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে আরেক অভিনেতা হিরণকে। দুই তরফের বাকযুদ্ধও চলছে রীতিমত। এর মাঝেই হিরণের সেক্রেটারের বাড়ি হানা দিল পুলিশ।

ঘাটালে বিজেপির হয়ে ভোটে লড়ছেন  হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশ হানা দেয়।বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমঘ্ন দে-র খড়গপুরের বাড়িতে পুলিশের হানার  খবর পেয়ে রাত্রিবেলাই সেখানে পৌঁছন হিরণ।

 

জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে খড়গপুরের তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমঘ্নর বাড়িতে পৌঁছায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কার্যত পুলিশের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। হিরণের দাবি, কী কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি। এমনকী তল্লাশি করার কোনও কাগজ সঙ্গে আনেনি।' হিরণকে বলতে শোনা যায়, 'তদন্তের কোনও কাগজ দেখাচ্ছে না। মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গী এসেছে। আমার পিএ-র বাড়িতে রাত্রি সাড়ে তিনটের সময় পুলিশ তদন্ত করতে এসেছে। আর তমঘ্নর মা হার্টের রোগী। অথচ কোনও কাগজ দেখাচ্ছে না।'

মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে কোলাঘাটে তাঁর ভাড়াবাড়ির বেডরুমে তল্লাশি চালায় পুলিশ। যা নিয়ে কোলাঘাট থানায় ধর্না দেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই  ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশের হানা। মঙ্গলবার গভীর রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি-সহ তিন বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি। যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের দাবি, এর পাশাপাশি কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, কর্তব্যরত পুলিশ অফিসার প্রার্থীকে বলছেন, প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান। 

Advertisement

Advertisement