Jaynagar Election Results: AITC-র Pratima Mondal এগিয়ে গেলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 375875 ভোটে এগিয়ে গেলেন, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
Jaynagar আসনের নির্বাচনী লড়াইয়ে AITC প্রার্থী Pratima Mondal এগিয়ে চলেছেন। ভোটাররা ওঁর উপর ভরসা রেখেছেন এবং উনি এখনও পর্যন্ত মোট 644451 ভোট পেয়েছেন। সেখানে, BJP প্রার্থী Ashok Kandary দ্বিতীয় স্থানে রয়েছেন। Ashok Kandary এখনও পর্যন্ত 268576 ভোট পেয়েছেন৷ এবার দেখার বিষয়, BJP প্রার্থী এই ব্যবধান কমাতে পারেন কিনা।