scorecardresearch
 

Satabdi Roy Net Worth: প্রচুর গয়না, কোটিপতি TMC-র শতাব্দী, মোট সম্পত্তি কত?

সোমবার হলফনামা জমা দিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই হলফনামা দেখে জানা গিয়েছে, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই তারকা সাংসদ। তা হলে জেনে নিন, শতাব্দী কত কোটি টাকার মালকিন....

Advertisement
শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ দেখার মতো। শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ দেখার মতো।
হাইলাইটস
  • সোমবার হলফনামা জমা দিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী।
  • কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই তারকা সাংসদ।
  • বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী।

এক সময় বাংলা ছবির দুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। তাপস পালের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন একদা প্রথম সারির নায়িকা শতাব্দী রায়। বর্তমানে সেই নায়িকা এখন সাংসদ। অভিনেত্রী থেকে শতাব্দী এখন 'পোড়খাওয়া রাজনীতিক'ও বটে। ২০০৯ সাল থেকে বীরভূমের তিন বারের সাংসদ। চতুর্থবার বীরভূমে জয় পেতে জোড়াফুল প্রতীকে লোকসভা ভোটের যুদ্ধে ফের শামিল হয়েছেল এই তারকা সাংসদ। তাঁর সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া। 

শতাব্দীর সম্পত্তি কত?
সোমবার হলফনামা জমা দিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই হলফনামা দেখে জানা গিয়েছে, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই তারকা সাংসদ। তা হলে জেনে নিন, শতাব্দী কত কোটি টাকার মালকিন....

* কমিশনে হলফানামা অনুযায়ী, ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত  শতাব্দীর হাতে নগদ টাকা ৬৫ হাজার।

আরও পড়ুন

*শতাব্দীর মোট ১০টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। 

* শতাব্দীর ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি। এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ড, বিভিন্ন পলিসি। 

* শতাব্দীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। 

* শতাব্দীর নিজের স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৬০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। 

* শতাব্দীর নামে ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার লোন রয়েছে। 

* এছাড়াও শতাব্দীর, গাড়ি-ফ্ল্যাট রয়েছে। 

শতাব্দীর হলফনামার অংশ।
শতাব্দীর হলফনামার অংশ।

কত টাকার গয়না রয়েছে শতাব্দীর?

* হলফনামা অনুযায়ী, শতাব্দীর বালা রয়েছে। যার দাম ৫ লক্ষ ৬০ হাজার টাকা। 

* ব্রেসলেট রয়েছে সাংসদের। তার দাম ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। 

Advertisement

* চেন রয়েছে শতাব্দীর। তার দাম ৮ লক্ষ ৫ হাজার টাকা। 

* কানের দুল রয়েছে। তার দাম ৪ লক্ষ ৫৫ হাজার টাকা। 

* শতাব্দীর কাছে যা আংটি রয়েছে, তার দাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা। 

* শতাব্দীর যা চুড়ি রয়েছে, তার দাম ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। 

* শতাব্দীর হাতে শাঁখা বাঁধা রয়েছে। তার দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা। 

* শতাব্দীর হাতে লোহা বাঁধানো রয়েছে। এর দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা। 

* শতাব্দীর আরও চুড়ি রয়েছে। তার দাম ৭ লক্ষ ৭০ হাজার টাকা। 
 

Advertisement