scorecardresearch
 

West Bengal Exit Poll Results 2024 Live: বাংলায় ২৬ থেকে ৩১ আসন পেতে পারে বিজেপি, ইঙ্গিত EXIT POLL-এ

West Bengal-Exit Poll Result 2024 Live Updates : বাংলার বুথ ফেরত সমীক্ষা (West Bengal Exit Poll 2024)। গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ৪২ আসনের দিকে। দেশের সবচেয়ে বিশ্বস্ত India Today Axis My India Exit Poll 2024 অনুযায়ী কারা পেল সব থেকে বেশি আসন?

Advertisement
West Bengal Exit Poll Results 2024 West Bengal Exit Poll Results 2024
হাইলাইটস
  • বাংলার বুথ ফেরত সমীক্ষা
  • গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ৪২ আসনের দিকে
  • বিজেপি কি তৃণমূলের থেকে বেশি আসন পাবে পশ্চিমবঙ্গে?

বাংলার বুথ ফেরত সমীক্ষা (West Bengal Exit Poll 2024)। গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ৪২ আসনের দিকে। ২০১৯ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। এবার তাদের লক্ষ্য ৩০ আসন। অন্যদিকে রাজ্য়ের শাসক দল গত লোকসভায় দখল করেছিল ২২ টি আসন। কংগ্রেসের ঝুলিতে ছিল ২ আসন। এবার কি বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাচ্ছে রাজ্যে? কংগ্রেস-সিপিআই জোট কোন জায়গায় দাঁড়িয়ে? সরাসরি India Today Axis My India Exit Poll ২০২৪।  LIVE UPDATES

  • বাংলায় ভোট শতাংশেও পিছনে ফেলতে চলেছে তৃণমূলকে। 
  • বাংলা.য় ১১ থেকে ১৪ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। 
  • বাংলায় ৪০ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। 
  • বাংলায় এনডিএ-পেতে পারে ৪৬ শতাংশ ভোট। 
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা থেকে জানিয়েছেন, বাংলা থেকে ৩০ টিরও বেশি আসন পাবে বিজেপি। 
  • পশ্চিমবঙ্গ থেকে এবার রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, দেব, হীরণের মতো তারকা প্রার্থীরা রয়েছেন। তাঁদের ভাগ্যে কী রয়েছে? 
  • বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী কি জিতে ষষ্ঠবারের জন্য লোকসভায় যাবেন? না কি তাঁর জায়গা দখল করবে ইউসুফ পাঠান? 
  • ২০১৯ লোকসভা ভোটে ২২ আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তাদের দখলে কত আসন থাকবে? 
  • শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার পশ্চিমবঙ্গে ভোটে লড়েছে বিজেপি। এবার কি তারা তৃণমূলের থেকে বেশি আসন পাবে? 
  • গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ৪২ আসনের দিকে। ২০১৯ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। 

EXIT POLL কী? 

বুথ ফেরত সমীক্ষা-কে ইংরেজিতে বলা হয় এগজিট পোল। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোলকে ওপিনিয়ন পোলও বলা হয়।

আরও পড়ুন

Advertisement

পশ্চিমবঙ্গের EXIT POLL RESULT: নির্বাচন কমিশন ১৬ মার্চ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হয়। ৪২ টি লোকসভা আসনে ভোট হয়। ৯  বড় এবং গুরুত্বপূর্ণ আসনে ভোট হয় শুধুমাত্র সপ্তম পর্বে। পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় ধাপে মাত্র ৩টি আসনে ভোট হয়েছে।

Advertisement