Advertisement

PM Modi Ayodhya Road Show: রাম মন্দিরে পুজো দিয়ে রোড শো প্রধানমন্ত্রীর, ফুলের সাজে সাজল অযোধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় রোড শো করবেন। সুগ্রীব ফোর্ট থেকে লতা চক পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদী। অযোধ্যায় পৌঁছানোর পরে, প্রধানমন্ত্রী রাম মন্দিরে প্রার্থনা করবেন এবং তারপরে ফৈজাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের সমর্থনে একটি রোড শো করবেন। এই পথে ৭৫টি স্থানে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জায়গাগুলিতে, সমাজের বিভিন্ন অংশের মানুষরা প্রধানমন্ত্রী মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এর জন্য ১০০ কুইন্টাল ফুলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব়্যালিকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা। প্রধান সড়কের প্রতিটি বাড়িতে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। রাম জন্মভূমির ১১ নম্বর গেট রাম মন্দিরের থিমে সাজানো হয়েছে। এখানে রাম মন্দিরের মডেলের সঙ্গে রামলালার শিশুরূপের ছবি এবং বলরামের ছবি ৫০ কেজি ফুল ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে।

Advertisement
POST A COMMENT