Advertisement

Madan Mitra: তৃণমূলের জয়ের জন্য যজ্ঞ মদনের, রেজাল্ট বেরনো পর্যন্ত উপোস কর্মীদের

রাত পোহালেই ভোট গণনা। উত্তেজনা রয়েছে প্রতিটি দলের মধ্যে। ইতিমধ্যে এগজিট পোলে রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছে। যদিও তৃণমূল তা মানতে নারাজ। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বললেন, এগজিট পোলের রেজাল্ট-ওগুলো ভুয়ো ! এভাবেই এগজিট পোলের হিসেবকে খোঁচা দেন মদন মিত্র। তৃণমূলের জয়ের জন্য যজ্ঞ করলেন মদন মিত্রা। বললেন শেষ রেজাল্ট পর্যন্ত উপবাস থাকবে কর্মীরা।

Advertisement
POST A COMMENT