Advertisement

Mamata Banerjee: 'ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে', মোদীকে কটাক্ষ মমতার

বুধবার বারুইপুর এলাকায় সভায় মোদীর ধ্যান করা প্রসঙ্গে মমতা বলেন, 'ধ্য়ান করলে কেউ ক্যামেরার সামনে ধ্যান করেন? প্রতিবার একটা নির্বাচনের আগে বসে থাকে, আর লোককে দেখায় ধ্যান করছি...আমার দুঃখ হয়, ঋষি অরবিন্দ তৈরি করেছিলেন। সমুদ্রের উপর একটা ভাল জায়গা, লোকে ঘুরতে যায়। স্বামী বিবেকানন্দ খুব ভালবাসতেন। সেখানে উনি ধ্যান করবেন! উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে।'

Advertisement
POST A COMMENT