scorecardresearch
 

Loksabha Election 2024: 'তৃণমূলের ৩ প্রার্থীই তো বহিরাগত!' অভিষেক-মন্তব্যে পাল্টা বিজেপির

রবিবার জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই তালিকায় তিন 'বহিরাগত' প্রার্থী রয়েছে বলে কটাক্ষ করছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, সেই তালিকায় যেমন বাদ পড়েছেন বহু তারকা তেমন ভাবেই জায়গাও পেয়েছেন দুই ক্রিকেটার ও বেশ কয়েকজন রূপোলী পর্দার তারকা।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

রবিবার জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই তালিকায় তিন 'বহিরাগত' প্রার্থী রয়েছে বলে কটাক্ষ করছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, সেই তালিকায় যেমন বাদ পড়েছেন বহু তারকা তেমন ভাবেই জায়গাও পেয়েছেন দুই ক্রিকেটার ও বেশ কয়েকজন রূপোলী পর্দার তারকা।

বিজেপি নেতৃত্বের সাফ কথা, তৃণমূল বারেবারেই তাদের 'বহিরাগত' বলে কটাক্ষ করে কিন্তু নিজেরাই তিন জন 'বহিরাগত' প্রার্থী দিয়ে বসে রয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ ট্যুইটে লেখেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বহিরাগত বলেন। আর নিজেরাই গুজরাতি ইউসুফ পাঠান, বিহারী শত্রুঘ্ন সিনহা ও বিহারী কীর্তি আজাদকে প্রার্থী করেছে। দ্বিচারিতা।' এর মধ্যে শত্রুঘ্ন আগেই তৃণমূলের সাংসদ হয়েছেন। বাকি দুই ক্রিকেটারই এই দলে নবাগত। এর আগে বিজেপি-র সাংসদ হলেও বাংলার রাজনীতিতে একেবারে নতুন নাম কীর্তি। 

তবে ব্রিগেডের মঞ্চ থেকে দ্রুত বাংলা শিখে নেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রবিবার বলেন, 'আগামী ৬ মাসে আমার ইচ্ছা থাকবে আরও ভালো করে বাংলা বলতে শেখা। নরেন্দ্র মোদী এসে বাংলায় বলেছিলেন, নিজে খাবো না কাউকে খেতে দেব না। কিন্তু আজকের ভারতের যা পরিস্থিতি, যে রাজ্যে ক্ষমতা নেই সেখানে ভাই এর সঙ্গে ভাই এর লড়াই করিয়ে দাও। গ্যাসের দাম বাড়িয়ে ৪০০ টাকা থেকে করে ১২০০ টাকা করেছো সেখানে ১০০ টাকা কমিয়ে কি হবে? বিজেপির এই নীতি আমি মানতে পারিনি। আমি খুব খুশি যে বিজেপি থেকে সরিয়ে দিয়েছে, আর দিদি আমাদের আপন করে নিয়েছে। কিন্তু এখানে দিদি আছে যার ওয়ারেন্টি আছে।'

Advertisement
শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান
শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান

এদিনের ব্রিগেডের সভায় অভিষেক বলেন,'যারা বাঙালিদের বাংলাদেশি বলে, যারা শিখ ভাইদের খালিস্তানি বলে, তারা বাংলা বিরোধী। বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে এক অভিনেতা, তাকে আসানসোলে প্রার্থী করা হয়েছিল। পরে সেই প্রার্থী নিজেই সরে দাঁড়িয়েছে।'তিনি আরও বলেন, 'কেউ বলছে, একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক’দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম, এদের কাছে টাকা-পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায় বাংলা-বিরোধীরা বিদায়। বাংলার ভূমিপুত্র নাকি বহিরাগত বাংলা বিরোধী? মুখের ভাষা বুঝল না, মনের ভাষা বুঝবে।'       

Advertisement