Baranagar By-election: বরানগরে প্রার্থী কে? TMC নেতাকে মমতার ফোন, 'তুই একজন ভাল সংগঠক'

Mamata Banerjee: এহেন আবহে বরানগরের তৃণমূল নেতা অঞ্জন পালকে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পরে যাতে কেউ প্রকাশ্যে আবার দ্বন্দ্ব বা ক্ষোভ দেখিয়ে দেন, কিংবা অন্তর্ঘাত না হয়, তাই আগেভাগেই সতর্ক মমতা। যার নির্যাস, অঞ্জন পালকে ফোন করে মমতা বললেন, 'আমার পাঠানো প্রার্থীকে জয়ী করতে হবে।'

Advertisement
 বরানগরে প্রার্থী কে? TMC নেতাকে মমতার ফোন, 'তুই একজন ভাল সংগঠক'
হাইলাইটস
  • রাশ নিজের হাতে নিয়ে নিলেন খোদ দলনেত্রী মমতাই
  • তৃণমূলনেতা অঞ্জনকে ফোন মমতার
  • অভিমান ব্যক্ত করেছিলেন সায়ন্তিকা

বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফার পর বরানগর আসনটিতে উপনির্বাচন আসন্ন। এই আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। এবার তৃণমূল কংগ্রেসের পালা। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বরানগরে তৃণমূল কংগ্রেস সম্ভবত প্রার্থী করছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এহেন আবহে বরানগরের তৃণমূল নেতা অঞ্জন পালকে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পরে যাতে কেউ প্রকাশ্যে আবার দ্বন্দ্ব বা ক্ষোভ দেখিয়ে দেন, কিংবা অন্তর্ঘাত না হয়, তাই আগেভাগেই সতর্ক মমতা। যার নির্যাস, অঞ্জন পালকে ফোন করে মমতা বললেন, 'আমার পাঠানো প্রার্থীকে জয়ী করতে হবে।'

রাশ নিজের হাতে নিয়ে নিলেন খোদ দলনেত্রী মমতাই

বস্তুত, বরানগরে তৃণমূলের বিধায়ক তাপস রায় এখন বিজেপি-তে। তিনি কলকাতা উত্তর কেন্দ্রে লোকসভা নির্বাচনেও দাঁড়াচ্ছেন। বিজেপি-তে যোগ দেওয়ার আগে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তাপস। তাপস রায়ের স্বচ্ছ ভাবমূর্তির প্রভাব রয়েছে বরানগর সহ উত্তর কলকাতা এলাকায়। আবার তাপস শিবির বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লবির দ্বন্দ্ব পুরনো। প্রকাশ্যেই তা দেখা গিয়েছে। ওই এলাকায় তৃণমূল নেতা কর্মীদের একাংশের মধ্যে তাপসের জনপ্রিয়তা রয়েছে।  এহেন পরিস্থিতিতে বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অন্তর্ঘাতের শিকার যাতে না হন, তাই রাশ নিজের হাতে নিয়ে নিলেন খোদ দলনেত্রী মমতাই।

তৃণমূলনেতা অঞ্জনকে ফোন মমতার

তৃণমূল নেতা অঞ্জন পালকে ফোন করে মমতা বলেন, 'তুই একজন ভাল সংগঠক। তোর পপুলারিটি অনেক। তোর সেই পপুলারিটিটা কাজে লাগিয়ে দলকে জেতাতে হবে। তোর ওপর দায়িত্ব দিলাম। আমার পাঠানো প্রার্থীকে জয়ী করতে হবে।' মমতার ফোন পেয়ে অঞ্জনের বক্তব্য, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর নির্দেশ মতো আমরা কাজ করে যাব। প্রার্থী না হওয়ার দুঃখ তাঁর নেই বলেও জানান তিনি।

অভিমান ব্যক্ত করেছিলেন সায়ন্তিকা

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে প্রকাশ্যে অভিমান ব্যক্ত করেছিলেন সায়ন্তিকা। এরপরেই দেখা যায়, রাজ্যে তৃণমূল কংগ্রেসের তারকাপ্রচারকদের লিস্টে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। এখন শোনা যাচ্ছে, বরানগর উপনির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিতে পারে তৃণমূল। bangla.aajtak.in-কে  সায়ন্তিকা বলেছেন, 'এখনও দলের তরফে ঘোষণা করা হয়নি নাম। তাই এই বিষয়ে বলা ঠিক হবে না।' প্রার্থী করা নিয়ে দলের সঙ্গে কি আপনার কথা হয়েছে? উত্তরে অভিনেত্রী বলেন, 'দেখুন দলের সঙ্গে আমার রোজই কথা হয়। পুরো বিষয়টি দু-একদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আবারও বলছি এখনই কিছু বলা ঠিক হবে না। আগে দলের তরফে ঘোষণা হোক।'

Advertisement

POST A COMMENT
Advertisement