পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল দেশের ভবিষ্যৎ ঠিক করবে। বহরমপুরের সভা থেকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলার মতো আজ দেশে কেউ নেই। একমাত্র আমরা আওয়াজ তুলতে পারি। তাই গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। এই রাজ্যের ফলাফলের দিকে দেশ তাকিয়ে আছে।'
করোনা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মুর্শিদাবাদের বহরমপুর থেকে তিনি বলেন, 'মোদী ভাষণ দিয়ে পালাচ্ছে, আর রাজ্যে করোনা বাড়ছে। বিজেপির প্রচারের জন্য বাইরে থেকে কয়েকলাখ লোক আসছে। সেকারণে করোনার সংক্রমণ বাড়ছে।'
আগামীকাল থেকে সপ্তম ও অষ্টম দফার ভোট মুর্শিদাবাদ, মালদা-সহ একাধিক জেলায়। তার আগে আজ বহরমপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, তৃণমূল কর্মীদের ধরতে আসছে পুলিশ। তৃণমূল থেকে বেরিয়ে যারা বিজেপিতে গিয়েছি, তারা এই সব পরিকল্পনা করে করাচ্ছে। মমতার এরপরই সংযোজন, 'পুলিশ বাড়িতে এলে আপনারা যাবেন না। আমি পাবলিকলি বলছি, যাবেন না থানায়। তারপর আমি দেখে নেব।'
দেশে করোনার সংক্রমণ বাড়ার জন্য বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারকে দায়ী করেন মমতা। বলেন, 'দেশে এত করোনা বাড়ত না। বিজেপির জন্য বেড়েছে। ওরা আগে থেকে অক্সিজেন সাপ্লাই দেয়নি কেন? এরাজ্যে চক্রান্ত করে করোনা সংক্রমণ বাড়িয়েছে। ওরা ভেবেছিল এভাবে রাজ্যে জিতবে। কিন্তু, এবার তা হবে না।'
এর আগেও একাধিক সভা থেকে থেকে মালদা ও মুর্শিদাবাদের সবকটি আসন জেতানোর জন্য দলীয় কর্মীদের কাছে আবেদন করেছিলেন মমতা। এদিনও তাই করেন। তিনি বলেন, 'মালদা ও মুর্শিদাবাদে ভালো ফল না করলে আমরা পারব না। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে আমরা ২ টি আসন পেয়েছিলাম। এবার আরও ভালো ফল চাই।'