SIR: ভবানীপুর কেন্দ্রে বাদ ৪৫ হাজার ভোটার, কিন্তু ৭৭ নম্বর ওয়ার্ডই কেন কমিশনের স্ক্যানারে?

কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র থেকেই SIR-এর খসড়া ভোটার তালিকা থেকে কাটা গেল প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। কোন কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি নজর রেখেছে নির্বাচন কমিশন? ওয়ার্ড ভিত্তিক খসড়া তালিকার বিস্তারিত রইল...

Advertisement
ভবানীপুর কেন্দ্রে বাদ ৪৫ হাজার ভোটার, কিন্তু ৭৭ নম্বর ওয়ার্ডই কেন কমিশনের স্ক্যানারে?প্রতীকী ছবি
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র থেকে বাদ ৪৫ হাজার নাম
  • কোন কোন ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ভোটার বাদ?
  • কেন বিশেষ নজর ৭৭ নম্বর ওয়ার্ডে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ভবানীপুরে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই তথ্য প্রকাশিত হওয়ার পরই স্থানীয় নেতারা একটি বৈঠক করেন। সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সকল ভোটারের নাম যাচাই করার জন্য বুথ স্তরের এজেন্টদের (BLA) বাড়ি বাড়ি গিয়ে নির্দেশ দেওয়া হয়। 

দলীয় সূত্রে খবর, SIR-এর খসড়া তালিকা থেকে প্রায় ৪৪ হাজার ৭৮৭ জন ভোটারকে বাদ দেওয়া হয়েছে এই ভবানীপুর কেন্দ্রে। যা ওই আসনের মোট ভোটারের প্রায় ২১.৭ শতাংশ। 

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ভবানীপুরে মোট ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন ভোটার ছিলেন। যেখানে খসড়া তালিকায় মাত্র ১ লক্ষ ৬১ গাজার ৫০৯ জনের নাম রয়েছে। এর অর্থ ৪৪ হাজার ৭৮৭ জন ভোটার অর্থাৎ ভোটারদের প্রায় ২১.৭ শতাংশ বাদ পড়েছে। 

তৃণমূল এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। বিপুল সংখ্যক ভোটারকে মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দলের একটি সূত্র মারফত খবর, দলীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, কোনও বৈধ ভোটারের নাম কোনও অবস্থাতেই বাদ যাতে না যায় তা যাচাই করা হবে। 

ভবানীপুর
নির্বাচনী এলাকাটি কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৮, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। দলীয় সূত্র জানিয়েছে, ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ডে বিশেষ করে বেশি সংখ্যক ভোটার বাদ পড়েছে। সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ডে ঝাড়াই-বাছাইয়ের সময়ে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। ভবানীপুর একটি ঘনবসতিপূর্ণ শহুরে নির্বাচনী এলাকা যেখানে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার বাসিন্দাদের সংখ্যাও উল্লেখযোগ্য। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দাবি এবং আপত্তি ও শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে। দল স্থানীয় নেতৃত্বকে যাচাই প্রক্রিয়ার সময়ে ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। 

Advertisement

তৃণমূলের ক্যাম্প
TMC স্থানীয় ইউনিটগুলিকে 'মে আই হেল্প ইউ' নামে পাড়া স্তপের ক্যাম্পগুলি চালাচ্ছে। যাতে নথি যাচাইকরণ, ফর্ম ফাইলিং এবং শুনানিতে সাধারণ মানুষের সহায়তা হয়। স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে সহায়তা করবেন ভোটারদের। 

খসড়া তালিকা অনুসারে, রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ৪টি বিধানসভা কেন্দ্র- ভবানীপুর, কলকাতা বন্দর, বালিগঞ্জ এবং রাসবিহারী থেকে ২ লক্ষ ১৬ হাজারেও বেশি নাম বাদ গিয়েছে। যা এই ৪ কেন্দ্রে সম্মিলিত ভোটার তালিকার প্রায় ২৪ শতাংশ। SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই নির্বাচনী এলাকাগুলিতে মোট ভোটার ছিল ৯.০৭ শতাংশ। 

 

POST A COMMENT
Advertisement