রাজন্যা হালদারজল্পনাতে একপ্রকার সিলমোহর বসিয়েই দিলেন রাজন্যা হালদার। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ছাত্র নেত্রীর BJP-তে যোগদান এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন প্রান্তিক চক্রবর্তীও। কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন তিনি? bangla.aajtak.in-কে পরিকল্পনা জানালেন রাজন্যা।
BJP-তে যোগ
সোমবার সোশ্যাল মিডিয়ায় রাজন্যা একটি পোস্ট শেয়ার করেন। যেখানে স্বামী বিবেকানন্দের একটি ছবির ক্যাপশনে লেখা রয়েছে, 'আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই। লেটস চেঞ্জ।' যা জল্পনা আরও উস্কে দেয়। জল্পনা রয়েছে BJP-তে যোগদানের, কতটা সত্যি? প্রশ্নের জবাবে রাজন্যা বলেন, 'সম্ভাবনা তেমনই, সেদিকেই ইঙ্গিত করছে। একটু কয়েকটা দিন সময় দিলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।' শোনা গিয়েছে, শুভেন্দু অধিকারীর হাত ধরেই BJP-তে যোগদান করতে চলছেন রাজন্যা এবং প্রান্তিক।
কোন কেন্দ্রে প্রার্থী?
BJP-র টিকিটে কোন কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন এই প্রাক্তন ছাত্রনেত্রী? রাজন্য বলেন, 'ভোট এখনও অনেক দেরি। ভোটের ব্যাপারে ভাবার মতো সময় বা পরিস্থিতি এটা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ইস্যু রয়েছে, সমস্যা রয়েছে, আঙ্গিক রয়েছে যেগুলো ভাবা আবশ্যিক।'
BJP-তে যোগদান নিয়ে আশাবাদী রাজন্যা আরও জানান, কেন তিনি পদ্ম শিবিরকেই বেছে নিচ্ছেন তা জানাবেন জয়েনিংয়ের পরই। তবে BJP-র পক্ষ থেকে এই মর্মে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
একুশে জুলাইয়ের মঞ্চে আত্মপ্রকাশ
একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্যা হালদারের বক্তৃতা নজর কেড়েছিল। রাজনৈতিক কেরিয়ারের শুরুর গতিটা ভালই ছিল তৃণমূলের ছাত্রনেত্রীর। কিন্তু গতি রুদ্ধ হয় আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার পর। দলের বিরুদ্ধে সরব হওয়ায় বহিষ্কার করা হয় রাজন্যা ও প্রান্তিককে। একটি শর্টফিল্ম লঞ্চ করেছিলেন তাঁরা, আরজি কর ইস্যুকে কেন্দ্র করেয। বিতর্ক চরমে পৌঁছেছিল। কসবা ল'কলেজে ধর্ষণের ঘটনার পর বহিষ্কৃত রাজন্যা সরব হয়েছিলেন তৃণমূলের 'দাদা সংস্কৃতির' বিরুদ্ধেও।
সজলের পুজোয় প্রান্তিক-রাজন্যা
BJP-তে যোগদানের জল্পনা উস্কে যায় চলতি বছর পুজোয়। যখন রাজন্যা এবং প্রান্তিককে দেখা যায় BJP নেতা সজল ঘোষের পুজোয় তাঁর পাশে দাঁড়িয়ে খোশমেজাজে ছবি তুলতে। আবার মহাষ্টমীর সন্ধ্যায় তাঁর BJP-র পুজো বলে পরিচিত সল্টলেক EZCC-তে হাজির হয়েছিলেন। সেই থেকেই তাঁদের ছাব্বিশের বিধানসভা ভোটে BJP-র টিকিটে লড়াইয়ের কানাঘুঁষো।