scorecardresearch
 

নির্বাচন শেষ, দৃশ্যদূষণ রুখতে প্রশংসনীয় উদ্যোগ শিলিগুড়ি বিজেপির

নির্বাচন শেষ, দৃশ্যদূষণ রুখতে প্রশংসনীয় উদ্যোগ শিলিগুড়ি বিজেপির। শিলিগুড়ি শহরে লাগানো প্রচারের পতাকা, ব্যানার খুলে নিল তাঁরা। নৈতিক দায়িত্ব বলছেন নেতারা।

Advertisement
দৃশ্যদূষণ রুখতে পতাকা খুলে নিয়েছে বিজেপি দৃশ্যদূষণ রুখতে পতাকা খুলে নিয়েছে বিজেপি
হাইলাইটস
  • দৃশ্যদূষণ রুখতে পদক্ষেপ
  • বিজেপির প্রশংসা পরিবেশপ্রেমীদের মধ্যে
  • সব দলকে এমন উদ্যোগ নিতে আহ্বান পরিবেশবিদদের

দৃশ্য দূষণ রুখতে  শিলিগুড়ি শহরে প্রশংসনীয় পদক্ষেপ নিল বিজেপি নেতৃত্ব। নির্বাচন মিটে যাওয়ার পর বিভিন্ন এলাকায় রিকশা ভাড়া করে তারা বিজেপির দলীয় পতাকা ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন।

বিজেপির দাবি

অন্যান্য রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার পতাকা এখনও পতপত করে শহরের বিভিন্ন এলাকায় উড়তে থাকলেও, বিজেপি নেতৃত্বের দাবি, তারা মনে করছে নির্বাচন যখন শেষ তখন আর এসবের প্রয়োজন নেই। শহরে এভাবে জঞ্জাল বাড়ানোর কোনও মানে হয়না। বিজেপির  শিলিগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক রাজু সাহা জানান, শহর আমাদের, শহরবাসীও আমাদের ভাই কিংবা বন্ধু। আমরা নতুন শিলিগুড়ির প্রতিশ্রুতি দিয়েছি শহরবাসীকে। তাই আমরা যদি নিজেরাই এগিয়ে না এসে নজির স্থাপন করি, তাহলে শহরবাসী আমাদের বিশ্বাস করবে কেন। পাশাপাশি আমরা মনে করি শুধু বিজেপি নয়, প্রত্যেক দলের উচিত নিজেদের নৈতিক দায়িত্ব পালন করা। দীর্ঘদিন এ সমস্ত জিনিস পড়ে থাকলে যেমন দৃশ্য দূষণ হয় তার পাশাপাশি এগুলি কিছুদিন পর খুলে বিভিন্ন জায়গায় পড়ে  ছড়িয়ে থাকবে। ফলে দৃষণ বাড়বে।

পরিবেশপ্রেমীদের শুভেচ্ছা

১৭ এপ্রিল উত্তরবঙ্গের প্রথম দফার নির্বাচনে শিলিগুড়ি বিধানসভাতেও নিবার্চন হয়ে গিয়েছে। তারপর থেকে বিভিন্ন দলের  নেতাকর্মী প্রতিনিধিরা যখন বিশ্রামের সময় কাটাচ্ছেন, তখন  রাজু বাবুদের এই উদ্যোগ পরিবেশপ্রেমী দাও সাধুবাদ জানিয়েছেন। পরিবেশপ্রেমী সংগঠন অপটোপিক এর সম্পাদক, দীপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, এটা অত্যন্ত ভাল উদ্যোগ। প্রতিটি দলের উচিত শহরকে পুনরায় পরিচ্ছন্ন করে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া। হিমালায়ান নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসুও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনিও জানান, দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের উদ্যোগ তারা নিয়মিত নিয়ে থাকেন। সারা বছর প্রচার চালান। রাজনৈতিক দলগুলোর পক্ষে এই চেতনা প্রবাহ ছড়িয়ে দেওয়া আরও সুবিধাজনক। কারণ তাঁদের নির্দিষ্ট সমর্থক রয়েছেন।

 

Advertisement

 

Advertisement