scorecardresearch
 
Advertisement

West Bengal Assembly Election Result Live: পোস্টাল ব্যালট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির

Aajtak Bangla | কলকাতা | 02 May 2021, 1:45 PM IST

প্রায় দেড় মাসের লড়াইয়ের এবার ফল ঘোষণার পালা। টান টান উত্তেজনার মাঝে এবার সংখ্যাতত্ত্বের খেলা। গোটা দিনের প্রতিটি কেন্দ্রের প্রতিটি আপডেট থাকছে আমাদের কাছেই।

কাঁটে কী টক্কর কাঁটে কী টক্কর
1:45 PM (3 বছর আগে)

উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন

Posted by :- Arindam

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।

11:25 AM (3 বছর আগে)

পঞ্চম রাউন্ড গণনা শেষে দক্ষিণ ২৪ পরগনার ফল

Posted by :- Arindam

পঞ্চম রাউন্ড শেষে 
ক্যানিং পশ্চিম এগিয়ে তৃণমূল
ক্যানিং পূর্ব এগিয়ে তৃণমূল
গোসাবা এগিয়ে তৃণমূল
বাসন্তী এগিয়ে তৃণমূল
সোনারপুর উত্তর এগিয়ে বিজেপি 
সোনারপুর দক্ষিণ এগিয়ে তৃণমূল 
ভাঙড় এগিয়ে তৃণমূল 
ডায়মন্ড হারবার এগিয়ে তৃণমূল
ফলতা এগিয়ে তৃণমূল 
কুলপি এগিয়ে বিজেপি
মন্দিরবাজার এগিয়ে বিজেপি
রায়দীঘি এগিয়ে বিজেপি 
বিষ্ণুপুর এগিয়ে তৃণমূল 
কুলতলি এগিয়ে তৃণমূল
জয়নগর এগিয়ে তৃণমূল 
বারুইপুর পূর্ব এগিয়ে তৃণমূল 
বারুইপুর পশ্চিম এগিয়ে তৃণমূল 
সাগর এগিয়ে বিজেপি 
পাথর প্রতিমা এগিয়ে তৃণমূল

11:22 AM (3 বছর আগে)

শীতলকুচিতে এগিয়ে বিজেপি

Posted by :- Arindam

কোচবিহারের শীতলকুচিতে ৯০০ ভোটে এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি। 

10:58 AM (3 বছর আগে)

সুন্দরবনে কে এগিয়ে ও কে পিছিয়ে

Posted by :- Arindam

কাকদ্বীপ ৪ রাউন্ড শেষে টিএমসি আগে ৭ হাজার ৭৬৩। সাগরে ৫ রাউন্ড শেষে টিএমসি এগিয়ে ৬ ১০২ ভোটে। পাথরপ্রতিমায় ৩ রাউন্ড শেষ টিএমসি এগিয়ে ৪ হাজার ৯১২ ভোটে।

Advertisement
10:42 AM (3 বছর আগে)

পিছিয়ে কৌশানী, এগিয়ে মুকুল

Posted by :- Arindam

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে ৩০৮৭ ভোটে এগিয়ে বিজেপির মুকুটমণি অধিকারী। প্রথম রাউন্ড শেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের ফল হল, কৌশানি (তৃণমূল) ২৭৫০। বিজেপির মুকুল রায় ৪২১৪।

10:24 AM (3 বছর আগে)

মালদায় হরিশ্চন্দ্রপুরে এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

প্রথম রাউন্ডের শেষে হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার তৃণমূল প্রার্থী তজমুল হোসেন বিজেপি থেকে এগিয়ে ৩৩৪৮ ভোটে এবং কংগ্রেস থেকে এগিয়ে ৪৩২৯ ভোটে।
 

10:20 AM (3 বছর আগে)

বারাসতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত্‍

Posted by :- Arindam

বারাসাত গভমেন্ট কলেজ এ ভোট গণনা চলছে প্রথম রাউন্ড শেষে এগিয়ে বারাসাত বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী হ্যাটট্রিকের দিকে এগিয়ে যাচ্ছে। বারাসাত বিধানসভা তৃণমূল প্রার্থীরা চিরঞ্জিত চক্রবর্তী ভোট সংখ্যা ৫৫৫২ পাশাপাশি দ্বিতীয়তে রয়েছেন বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় তার ভোট সংখ্যা ৫ হাজার ৫৩০ এবং তৃতীয় স্থানে রয়েছেন বারাসাত বিধানসভার প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর ভোট সংখ্যা ১২১১।

10:17 AM (3 বছর আগে)

এগিয়ে জুন মালিয়া

Posted by :- Arindam

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসপ্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। বিজেপির সমিত দাস পিছিয়ে। 

10:11 AM (3 বছর আগে)

মালদে কোন আসনে কে এগিয়ে

Posted by :- Arindam

মাসদায় বৈষ্ণবনগর বিজেপি এগিয়ে ৫১৫ ভোটে এগিয়ে।২)গাজোল বিজেপি এগিয়ে ৩১৪ ভোটে এগিয়ে। ৩) মালদহ তৃণমূল কংগ্রেস ৩৩৮৭ ভোটে এগিয়ে।  ৪)সুজাপুর তূণমূল এগিয়ে ১২১৪৯। ৫)হবিবপুর বিজেপি এগিয়ে বিজেপি ৯৬৯ । ৬) ইংরেজ বাজার বিজেপি এগিয়ে ৪৮৭ ভোটে।

Advertisement
10:02 AM (3 বছর আগে)

মাটাগাড়ি নক্সালবাড়িতে এগিয়ে বিজেপি

Posted by :- Arindam

ফাঁসিদেওয়া, নকশালবাড়িতে, বিজেপির আনন্দময় বর্মন এগিয়ে রয়েছে। কংগ্রেসের শংকর মালাকার পিছিয়ে।

9:58 AM (3 বছর আগে)

উত্তরপাড়া, কলকাতা পোর্ট ও চন্দননগরে এগিয়ে তৃণমূল কংগ্রেস

Posted by :- Arindam

উত্তরপাড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিক। কলকাতা পোর্ট আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। চন্দননগরে ২ হাজার ৯০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন।

9:53 AM (3 বছর আগে)

পোস্টাল ব্যালটে কামারহাটিতে এগিয়ে মদন মিত্র

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটে গণনার পরে বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মদন মিত্র এগিয়ে।  পানিহাটি, খড়দহ, ব্যারাকপুর, দমদম উত্তর দমদমের এগিয়ে বিজেপি প্রার্থীরা।

9:18 AM (3 বছর আগে)

কে কোথায় এগিয়ে

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটে পাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নদীয়া চাঁদ বাউরি এগিয়ে। লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ এগিয়ে। সাগরে বিজেপি প্রার্থী বিকাশ কামিলা এগিয়ে।
 

8:50 AM (3 বছর আগে)

পুরুলিয়ায় শুরুর ট্রেন্ড কী বলছে

Posted by :- Arindam

পুরুলিয়ায় তিনটি গননা কেন্দ্রে এখনও গননা শুরু হয়নি। পোস্টাল ব্যালটে রঘুনাথপুর বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরি এগিয়ে। পোস্টাল ব্যালটে মানবাজারে তৃণমূল প্রার্থী সন্ধ্যারাণী টুডু এগিয়ে। পোস্টাল ব্যালটে পুরুলিয়া বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় এগিয়ে। পোস্টাল ব্যালটে বাঘমুন্ডি তে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো এগিয়ে। পোস্টাল ব্যালটে বলরামপুর বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো এগিয়ে।

Advertisement
8:38 AM (3 বছর আগে)

পোস্টাল ব্যালটে সামান্য এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, গোসাবা, বাসন্তী এই কেন্দ্র গুলিতে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। প্রথম রাউণ্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে। সোনারপুর উত্তর এগিয়ে তৃণমূল। কাকদ্বীপে এগিয়ে তৃণমূল।

8:28 AM (3 বছর আগে)

পোস্টাল ব্যালটে সামান্য এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

পোস্টাল ব্যালট গণনায় এখনও পর্যন্ত ৩১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এগিয়ে ২৬টি আসনে। 

8:19 AM (3 বছর আগে)

পোস্টাল ব্যালট গণনায় অনেকটাই এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল এগিয়ে ১৯টি আসনে, ১৩টি আসনে এগিয়ে বিজেপি। খাতা খুলতে পারেনি এখনও বামেদের সংযুক্ত মোর্চা জোট।

8:14 AM (3 বছর আগে)

পোস্টাল ব্যালটে গণনা শুরু

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত ট্রেন্ড তৃণমূল ১১, বিজেপি ৭ আসনে এগিয়ে। 

8:03 AM (3 বছর আগে)

রক্তাক্ত মালদহের চাঁচল

Posted by :- Arindam

ভোট পরবর্তী হিংসা। রক্তাক্ত মালদহের চাঁচল। বিজেপি করার অপরাধে এক কর্মীকে ইট দিয়ে মারধরের অভিযোগ। অভিযোগে তীর তৃনমূলের দিকে। মালদহের চাঁচল ১ ব্লকের খরবা পঞ্চায়েতে শ্রীপতি পুরের ঘটনা। জখম বিজেপি কর্মীর নাম জয়ন্ত দাস। অভিযোগ অস্বীকার তৃণমূলের। থানায় অভিযোগ দায়ের পুলিশ না করলে গণনা বন্ধ করে ধর্নায় বসার হুঁশিয়ারি চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের।

Advertisement
7:54 AM (3 বছর আগে)

কোভিড বিধি মেনে গণনা হাওড়ায়

Posted by :- Arindam

হাওড়ায় বিভিন্ন গণনা কেন্দ্রে দেখা গেছে একই চিত্র কবিদের বিধি-নিষেধ মেনে প্রথমে থার্মাল স্ক্যানিং দ্বারা থার্মাল স্ক্রিনিং করার পর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি মেটাল ডিটেক্টর মাধ্যমে তাদেরকে সার্চ করা হচ্ছে যদিও ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী করোনা প্রটোকল গণনা কেন্দ্রে আসতে হবে সেইসব বিধি নিষেধ দেখা যাচ্ছে হাওড়া আইআইএসটি শিবপুরে।