ত্রিপুরায় ভোটগণনার শুরু থেকে বিজেপি জোট সরকার আসার ইঙ্গিত। বাম ও কংগ্রেস জোট অনেকটাই পিছিয়ে। ভোটের বছরখানেক আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছিল বিজেপি। সেই মানিক সাহা কোনওক্রমে গড় বাঁচাতে পারলেন। জিতলেন মাত্র ৮৩২ ভোটের ব্যবধানে। ত্রিপুরায় গিয়ে সুবিধা করতে পারল না তৃণমূল কংগ্রেস। ভোটের হার নোটার চেয়েও কম।
প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় ত্রিপুরায় তৃণমূল একটাও আসন পায়নি। বস্তুত তারা লড়াইয়ের মাঠে নেই। এখনও পর্যন্ত নোটার চেয়েও কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। নোটা ১.৩৪ শতাংশ। আর তৃণমূল ০.৮৬ শতাংশ। বিজেপিকে টক্কর দিয়েছে বাম-কংগ্রেস জোট। যদিও দুই দল মিলেও বিজেপির বিজয়রথ রুখতে সফল হয়নি। দ্বিতীয়বার বিজেপি সরকার আসা স্পষ্ট হয়ে গিয়েছে ভোটপ্রবণতায়।
গতবার মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও আসন পায়নি। সব আসনেই জামানত জব্দ হয়েছিল। এবার মুকুল সাংমাকে ও কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে এনে চেষ্টা করেছিল তারা। সে রাজ্যে এবারও ক্ষমতা পাচ্ছে না তৃণমূল। সকালে ১৯টি আসনে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি তারা। বরং এনপিপি এগিয়ে গিয়েছে। এখনও অ্যাডভান্টেজ তারাই।
টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিসকুমার সাহাকে হারিয়েছেন মানিক সাহা। ভোটগণনার সময় মানিক ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিসের টক্কর চলছিল। শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে জিততেল ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী। ভোট প্রবণতায় বিজেপির ফেরার সম্ভাবনা উজ্জ্বল হতেই লাড্ডু বিলি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে।
Tripura | Sweets are being distributed at CM Manik Saha's residence in Agartala as the party is set to taste the power once again as it leads on 32 seats out of 60#tripuraelections2023 pic.twitter.com/UTPbERTmDS
— ANI (@ANI) March 2, 2023Advertisement
উত্তর-পূর্বের তিন রাজ্যে কংগ্রেস ধরাশায়ী। ত্রিপুরায় বামেদের সঙ্গে জোট করেও সাফল্য পায়নি তারা। ২০২৪ সালের লোকসভা ভোটে কি তার প্রভাব পড়বে? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন,'উত্তর-পূর্বের রাজ্যগুলির বরাবরই কেন্দ্রের শাসকদলকে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। তারা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানকেই সমর্থন করে।'No. Usually, northeast parties go with Central Govt trends but many leaders are committed to national politics. They support Congress,secular parties, democracy & constitution: Congress chief on if poll-results in Meghalaya, Nagaland & Tripura would be reflection of 2024 LS polls pic.twitter.com/ZoS6nkAxIf
— ANI (@ANI) March 2, 2023আরও পড়ুন- ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের গেরুয়া-ঝড়, উল্টো ছবি মেঘালয়ে