Advertisement

Breaking: দিদির অনুপ্রেরণায় প্রিয় শতাব্দীর থিম সং, মমতাকে 'গুরু দক্ষিণা'

নির্বাচনী প্রচারে এবার নিজেই গান লিখে সুর দিয়ে থিম সং রিলিজ করলেন শতাব্দী রায়। 'জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল', নিজের গাওয়া থিম সং রিলিজ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সিউড়ির দলীয় কার্যালয়ে থিম সংটি রিলিজ করেন শতাব্দী রায়। বলেন, "একটু অন্য রকম ভাবনা থেকে গানটি করা৷ বিজেপি সোশ্যাল মিডিয়ায় অনেক এগিয়ে, ওদের মাঠে কাজ করার লোক নেই তাই।"

Birbhum TMC Candidate Satabdi Roy Campaign Song

Advertisement