Advertisement

Abhijit Ganguly: কুণাল জাস্টিস গাঙ্গুলিকে শুভেন্দুর ভয় দেখিয়ে বললেন, 'তমলুক থেকে লড়বেন না'

জাস্টিস গাঙ্গুলি ভোটে দাঁড়ালেই তিনি হেরে যাবেন। তাই তাঁর ভোটে দাঁড়ানোই উচিৎ নয়। শুধু তাই নয়, তাঁকে তাঁর নিজের দলেরই নেতা হারিয়ে দেবেন। তাই আগেভাগেই তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করা উচিৎ। এমনটাই ভবিষ্যৎ করে বসলেন TMC নেতা কুণাল ঘোষ। জাস্টিস গাঙ্গুলির উদ্দেশ্যে কুণাল যা বললেন, তাতে বলাই যায়, প্রাক্তন বিচারপতিকে রীতিমতো ভয় দেখালেন তিনি। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কুণালকে বলতে শোনা গেল, মাত্র 2 মাস প্রচারে থাকবেন জাস্টিস গাঙ্গুলি। তারপর দেখবেন চারপাশে ধূ ধূ মরুভূমি। এক গ্লাস জলও পাবেন না।

Kunal Ghosh Slams Abhijit Ganguly

Advertisement