scorecardresearch
 

Tripura: গ্রাউন্ড জিরোয় আজতক বাংলা, বিদ্যুৎ ও জল ছাড়া কী ভাবে বেঁচে আছেন আদিবাসীরা?

Tripura: গ্রাউন্ড জিরোয় আজতক বাংলা, বিদ্যুৎ ও জল ছাড়া কী ভাবে বেঁচে আছেন আদিবাসীরা?

ভোটের উত্তাপে জ্বলছে ত্রিপুরা। এই রাজ্যে আদিবাসীরাই রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ করেন। কিন্তু কেমন আছে ত্রিপুরায় এই আদিবাসী সমাজ। গ্রাউন্ড জিরো থেকে সেই খবর সংগ্রহ করল আজতক বাংলা। পশ্চিম আগরতলার তিশরংচক গ্রামটি আদিবাসী ঘেরা। সেই গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের মুখে শুধুই যেন না পাওয়ার যন্ত্রণা। নেই জল, নেই রাস্তা, আর বিদ্যুতের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় আদিবাসীদের। গ্রামের বাসিন্দা বিশ্বকর্মা দেব বর্মা প্রধানমন্ত্রীর আবাস যোজনায় একটি বাড়ি পেয়েছেন ঠিকই, কিন্তু সেই বাড়ি পেতে তাঁর কাল ঘাম ছুটেছিল। ত্রিপুরায় ভোটের প্রচারের ব্যস্ত সকলেই। তৃণমূল, বিজেপির হয়ে প্রচার করছেন তাবর তাবর নেতা মন্ত্রীরা। কিন্তু আদিবাসীদের দিকে ফিরেও তাকায় না কেউ। তাই আদিবাসীদের এই দুর্দশার জীবনযাত্রার শেষ কোথায় সেই উত্তর দিতে পাচ্ছেন না কোন নেতাই। আজতক বাংলার গ্রাউন্ড জিরোর রিপোর্টের যে ছবি ধরা পড়ল তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভোট এলেই যেন রঙিন হয় ত্রিপুরা, পালা বদল হোক বা না হোক, ভোট ফুরলেই সেই অন্ধকারে মুরে থাকে ত্রিপুরার আদিবাসীগ্রামগুলি।

Tripura Tribal Condition Ground Zero