নির্বাচন আসতে আর বেশি দিন হাতে সময় নেই। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন পর্যালোচনা কাজ শুরু করেছে। ভোট এলেই দিকে দিকে অশান্তি, ভোট লুটের মত ঘটনা সামনে আসে। কত মানুষ এই ভোটের জন্য প্রাণ হারান। আর তারই মধ্যে এবার ভোটারদের জন্য সুখবর। ভোট দিতে আর বুথে যেতে হবে না,মোবাইল অ্যাপে ক্লিক করলেই আপনার ভোট আপনার পছন্দের ক্যান্ডিডেটের কাছে পড়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেচেন। ভোটকেন্দ্রে না গিয়ে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এমনই সিস্টেম চালু করছে নির্বাচন কমিশন।
Vote on mobile app for Bihar assembly elections