Advertisement

Rakesh Singh Arrest : ২ ছেলেক আটকের পরেই গ্রেফতার রাকেশ সিং, বর্ধমানের গলসি থেকে ধৃত বিজেপি নেতা

Aajtak Bangla | কলকাতা | 23 Feb 2021, 11:15 PM IST

মাদক মামলায় বিজেপি নেতা রাকেশ সিংকে জারি কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। যা বিজেপি নেতার কাছে বড় ধাক্কা। সোমবার মাদক মামলায় রাকেশ সিংকে হাজিরার নির্দেশ দেয় লালবাজার। সাক্ষী হিসাবে তাঁকে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার বিকেল ৪টেয় তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু মঙ্গলবার তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে সকালে ই মেল করেন রাকেশ সিং।

গ্রেফতার রাকেশ সিংগ্রেফতার রাকেশ সিং
10:49 PM(4 years ago)

গলসিতে পৌঁছল গোয়েন্দা বিভাগের আধিকারিকরা

Posted by :- sumana

রাকেশ সিং-কে নিজেদের হেফাজতে নিয়ে গলসি থানায় পৌঁছল লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

10:01 PM(4 years ago)

গলসির পথে গোয়েন্দা আধিকারিকরা

Posted by :- sumana

রাকেশ সিং গ্রেফতার গলসিতে। তাকে জিজ্ঞাসাবাদ করতে গলসিতে রওনা দিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা।

9:35 PM(4 years ago)

গ্রেফতার রাকেশ পুত্ররাও

Posted by :- sumana

9:11 PM(4 years ago)

গলসি থেকে গ্রেফতার রাকেশ সিং

Posted by :- sumana

পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হল বিজেপি নেতা রাকেশ সিং-কে। 

Advertisement
9:00 PM(4 years ago)

২ ছেলেকে আটকের পর কী বলছেন রাকেশ কন্যা?

Posted by :- sumana

8:38 PM(4 years ago)

তল্লাশিতে কিছুই মেলেনি দাবি রাকেশের পরিবারের

Posted by :- sumana

২ ঘণ্টারও বেশি সময় ধরে রাকেশ সিং-এর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিছুই মেলেনি বলে দাবি করে রাকেশের এক ছেলে, এরপরেই পুলিশ ২ ছেলেকে আটক করে। 

8:37 PM(4 years ago)

আটক করা হল রাকেশ সিং-এর ২ ছেলেকে

Posted by :- sumana

বাড়িতে তল্লাশির পর রাকেশ সিং-এর ২ ছেলেকে আটক করল লালবাজারের গোয়েন্দা বিভাগ।

7:26 PM(4 years ago)

এখনও বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

Posted by :- sumana

দু'ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছএ রাকেশ সিং-এর বাড়িতে। গোটা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। 

6:25 PM(4 years ago)

এখনও চলছে তল্লাশি

Posted by :- sumana

বিজেপি নেতা রাকেশ সিংহের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের অফিসাররা। সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশও। প্রথমে রাকেশ সিং-এর পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকতে বাধা দিলেও পরে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ৷

Advertisement
6:15 PM(4 years ago)

পুলিশের সঙ্গে দেখা করতে শর্ত দিলেন রাকেশ

Posted by :- sumana

কী শর্ত দিলেন রাকেশ দেখে নিন।

 

5:31 PM(4 years ago)

পামেলার অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটতে পারেন রাকেশ

Posted by :- sumana

রাকেশের যুক্তি, বহুদিন পামেলা গোস্বামীর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। বরং পুলিশই চাপ দিয়ে পামেলাকে দিয়ে এ কথা বলাচ্ছে। কলকাতা পুলিশকে এই নিয়ে চিঠিও দিয়েছেন রাকেশ। তাঁর দাবি, পামেলা তাঁর নাম এরপর প্রকাশ্যে নিলে কলকাতা পুলিশের সঙ্গে আইনি লড়াইয়ের পথে যাবেন।

5:30 PM(4 years ago)

প্রতিহিংসার শিকার রাকেশ, দাবি আইনজীবীর

Posted by :- sumana

কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা। এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, মামলার এই পর্যায়ে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। তাই পুলিশের নোটিস খারিজ করার কোনও প্রশ্ন নেই। রাকেশের আইনজীবী জানান, বিজেপিতে যোগদানের পর থেকেই রাকেশের বিরুদ্ধে প্রতিহিংসা বশতঃ ২৭টি মামলা করা হয়েছে। পালটা সরকারি আইনজীবী জানান, রাকেশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নতুন নয়। বিজেপিতে যোগদানের আগে তাঁর বিরুদ্ধে ৫৬টি মামলা ছিল। 

5:28 PM(4 years ago)

আজ পুলিশের সঙ্গে দেখা করবেন না রাকেশ

Posted by :- sumana

পামেলা গোস্বামী (Pamela Goswami) মাদক মামলায় মঙ্গলবারই রাকেশকে হাজিরা দিতে বলে কলকাতা পুলিশ। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কাজ থাকায় ২৬ তারিখের পর তিনি তদন্তকারীদের সঙ্গে দেখা করবেন বলে জানান রাকেশ। নোটিসের জবাবে ইমেল করে এই কথা জানান তিনি। একই সঙ্গে পুলিশের সামনে দুটি শর্তও রাখেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং দুই আইনজীবীকে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে বলে জানান।

5:25 PM(4 years ago)

রাকেশের ছেলের সঙ্গে পুলিশের বচসা

Posted by :- sumana

বিজেপি (BJP) নেতা রাকেশ সিং-এর (Rakesh Singh) বাড়ির রাঁধুনি-সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।  এদিকে সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ আধিকারিকদের বাড়িতে ঢুকতে দিতে নারাজ ছিল রাকেশের পরিজনরা। দরজা আগলে দাঁড়িয়ে ছিলেন তাঁরা।

Advertisement
5:20 PM(4 years ago)

কলকাতা পুলিশের তলবে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

Posted by :- sumana

মাদক মামলায় বিজেপি নেতা রাকেশ সিংকে জারি কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। সোমবার মাদক মামলায় রাকেশ সিংকে হাজিরার নির্দেশ দেয় লালবাজার। সাক্ষী হিসাবে তাঁকে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার বিকেল ৪টেয় তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু মঙ্গলবার তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে সকালে ই মেল করেন রাকেশ সিং। এর পর কলকাতা পুলিশের সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা। এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, মামলার এই পর্যায়ে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। 

5:13 PM(4 years ago)

পুলিশ তলব করেছিল রাকেশকে

Posted by :- sumana

পামেলা গোস্বামীর মাদক মামলায় কলকাতা পুলিশ তলব করেছিল  বিজেপি নেতা রাকেশ সিংকে। রাকেশকে আজ মঙ্গলবার বিকেল চারটের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। 

5:13 PM(4 years ago)

বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতে হানা দিল পুলিশ

Posted by :- sumana

বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশের হানা। প্রায় ২ ঘণ্টা পর বাড়িতে ঢোকার অনুমতি পেল পুলিশ।

Advertisement