ফ্যাক্ট চেক: মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসে জমায়েত দাবিতে ছড়াল গুজরাটের অসম্পর্কিত ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে মুর্শিদাবাদে হওয়া বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি গুজরাটের এবং এক আম আদমি পার্টি বিধায়কের নেতৃত্বে হওয়া মিছিলের।

Advertisement
ফ্যাক্ট চেক: মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসে জমায়েত দাবিতে ছড়াল গুজরাটের অসম্পর্কিত ভিডিও

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার দিনে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন করেন সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুর কবির। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাড়া পড়ে। মুর্শিদাবাদের বেলডাঙার বিপুল মানুষের জনসমাগম হয়। এই আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

একটি সড়কের উপর বিপুল মানুষের একটি মিছিলের ভিডিও পোস্ট করে অনেকেই একে বাবরির শিলান্যাস উপলক্ষে হওয়া জমায়েত বলে দাবি করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, "মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস যে এক ঐতিহাসিক মুহূর্ত।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে মুর্শিদাবাদে হওয়া বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি গুজরাটের এবং এক আম আদমি পার্টি বিধায়কের নেতৃত্বে হওয়া মিছিলের।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স-সার্চ করে আমরা ১৫ নভেম্বরের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই রকম একটি ভিডিও দেখতে পাই। এই ভিডিওটির গুজরাটি ভাষার ক্যাপশনটি অনুবাদ করে বলা হয়েছে, “চৈতর ভাসাভা এক ভিন্ন ধরনের মজা।”

ক্যাপশনের পাশাপাশি "চৈতর ভাসাভা" এবং "নেত্রং" এর মতো হ্যাশট্যাগগুলিও ব্যবহার করা হয়। চৈতর ভাসাভা হলেন গুজরাটের দেদিয়াপাড়া আসনের আম আদমি পার্টির বিধায়ক এবং নেত্রং হল গুজরাটের ভারুচ জেলার একটি ছোট শহর, যা দেদিয়াপাড়া আসনের পাশে অবস্থিত।

এই সূত্র ধরে কিছু কিওয়ার্ড সার্চ করা হলে দৈনিক ভাস্কর ইংরেজি এবং নবভারত টাইমসে ১৬ নভেম্বর প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। এই প্রতিবেদন অনুসারে, চৈতর ভাসাভা ১৫ নভেম্বর বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রাংয়ে একটি বিশাল সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয় যে এই সমাবেশ আদিবাসী ঐক্যের প্রতিফলন ঘটিয়েছিল। ভাসাভা তাঁর এক্স অ্যাকাউন্টে এই সমাবেশের একটি ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন।

Advertisement

ভাইরাল ভিডিওটি কোথায় রেকর্ড করা হয়েছিল তার সঠিক স্থানটিও গুগল ম্যাপে খুঁজে পাওয়া যায়। অঙ্কলেশ্বর-বুরহানপুর মহাসড়কের গুগল ম্যাপস স্ট্রিট ভিউতে ভিডিওতে দৃশ্যমান একটি তিনতলা ভবন এবং সংলগ্ন একটি পোশাকের দোকানের হুবহু মিল পাওয়া যায়।

প্রসঙ্গত, দিনকয়েক আগে এই একই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভের দৃশ্য বলে দাবি করা হয়েছিল। সেই সময়ও ইন্ডিয়া টুডের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

এই ভিডিওতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে বিপুল জনসমাগমের দৃশ্য।

ফলাফল

বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে বিপুল জনসমাগম ঘটে থাকলেও এই ভিডিওটি গুজরাটের নেত্রাংয়ের। গত ১৫ নভেম্বর এখানে আপ বিধায়ক চৈতর ভাসাভা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে একটি সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement