ফ্যাক্ট চেক: ভোজপুরী ইনস্টাগ্রাম মডেলের নাচের ভিডিওকে বিজেপি মহিলা মোর্চা নেত্রী দাবিতে ভুয়ো প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওতে থাকা মহিলার নাম নীলম পান্ডে নয়। এবং সেই সঙ্গে তিনি বিজেপির কোনও পদাধিকারীও নন। ভিডিওতে থাকা মহিলা আসলে এক ভোজপুরী ইনস্টাগ্রাম মডেল।

Advertisement
ফ্যাক্ট চেক: ভোজপুরী ইনস্টাগ্রাম মডেলের নাচের ভিডিওকে বিজেপি মহিলা মোর্চা নেত্রী দাবিতে ভুয়ো প্রচার

সোশ্যাল মিডিয়ায় একজন মহিলার নাচের একটি ভিডিও ছড়িয়ে সম্প্রতি দাবি করা হচ্ছে, যে তিনি বিজেপি মহিলা মোর্চা নেত্রী নীলম পান্ডে। এই ভিডিওতে এক ভোজপুরী গানে কোনও এক মহিলাকে হলুদ শাড়ি পরে নাচতে দেখা যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “নীলম পাণ্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহিলা মোর্চার একজন জেলা সভাপতি। বিজেপিতে এই ধরনের রাজনৈতিক পদ সাধারণত দলের অভ্যন্তরীণ কমিটি দ্বারা মনোনীত বা নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে অর্পণ করা হয়। যেখানে সংগঠনের প্রতি ব্যক্তির অবদান, জ্যেষ্ঠতা এবং নেতৃত্বের ক্ষমতা বিবেচনা করা হয়। এটি নির্দিষ্ট জেলার দলীয় কাঠামো এবং নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাহলে ইনি কি রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বকে সব রকম ভাবে খুশি করার জন্যই এই পদ পেয়েছে❓ তথাগত রায় ঠিকই বলে বিজেপি মানে কামিনী কাঞ্চনার দল।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওতে থাকা মহিলার নাম নীলম পান্ডে নয়। এবং সেই সঙ্গে তিনি বিজেপির কোনও পদাধিকারীও নন। ভিডিওতে থাকা মহিলা আসলে এক ভোজপুরী ইনস্টাগ্রাম মডেল।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই অনুষ্ঠানের অন্য কিছু ভিডিও লকভেশ সম্রাট অফিশিয়াল নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। সেই ভিডিওতে ওই অনুষ্ঠানের অন্যান্য কিছু ভিডিওতে হলুদ শাড়ি পরা ওই মহিলার পাশাপাশি আরও এক মহিলাকে ভোজপুরী গানে নাচতে দেখা যায়। মঞ্চে থাকা ব্যানারে লেখা ছিল যে এটি ছট পুজো উপলক্ষ্যে আয়োজিত একটি জাগরণ মঞ্চ।

লকভেশ সম্রাট অফিশিয়াল নামের ওই চ্যানেলে থাকা নম্বরে যোগাযোগ করা হলে সম্রাট নামের ওই যুবক জানান যে তিনি ওই উক্ত অনুষ্ঠানে গান করেছিলেন। সেই সঙ্গে মঞ্চে নৃত্যরত হলুদ শাড়ি পরিহিত মহিলার পরিচয় জানতে চাওয়া হলে সম্রাট বলেন যে ওই মহিলার নাম আসলে ঋতু কুমারী। তিনি সোশ্যাল মিডিয়া মডেল, নৃত্যশিল্পী এবং নানা ধরনের ভিডিওতে অভিনয় করে থাকেন। এই অনুষ্ঠানটি গত ২৭ অক্টোবর বিহারের ভোজপুর জেলার কোসিয়ার অঞ্চলে আয়োজিত হয়েছিল বলে তিনি জানান।

Advertisement

ঋতু কুমারীর নাম অনুসরণ করে সার্চ করা হলে ইনস্টাগ্রামে ওই মহিলার আসল প্রোফাইল খুঁজে পাওয়া যায়। সেই প্রোফাইলে তিনি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। আরও খুঁজলে দেখা যায়, ঋতু নিজেই তাঁর নাচের আসল ভিডিওটি গত ২৮ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন।

মেসেজের মাধ্যমে ঋতুর সঙ্গে যোগাযোগ করা হলে ঋতু জানান যে ভাইরাল পোস্টের দাবির কোনও সত্যতা নেই। এবং তিনি বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গেও জড়িন নন বলে নিশ্চিত করেন।

সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে একটি অসম্পর্কিত নাচের ভিডিও ছড়িয়ে এক মহিলাকে কাল্পনিক নাম দিয়ে বিজেপি নেত্রী বলে দাবি করা হচ্ছে যার নেপথ্যে কোনও সত্যতা নেই।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

এই ভিডিওতে নীলম পান্ডে নামের এক বিজেপি মহিলা মোর্চা জেলা সভাপতিকে দেখা যাচ্ছে যিনি মঞ্চে নাচছেন।

ফলাফল

মঞ্চে নৃত্যরত এই মহিলার নাম ঋতু কুমারী যিনি একজন ভোজপুরী ইনস্টাগ্রাম মডেল। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন বলে জানিয়েছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement