

বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি থাকা বিজেপির একটি ব্যানার তুলে ধরে দাবি করা হচ্ছে, হারের ভয়ে বিজেপির ব্যানার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নীতীশ কুমারের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে।
ছবিটি পোস্ট করে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যাপশনে লেখা হয়েছে, “বিহার হাতছাড়া হওয়ার ভয়ে বিজেপির ফেস্টুন থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নীতিশ কুমারের ছবি সেঁটে দেওয়া হয়েছে, অর্থাৎ মোদী হাওয়া গায়েব।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি নীতীশ কুমারের একটি কাউআউটের যা সম্প্রতি পটনায় বিজেপির সদর দফতরে বসানো হয়েছে। মোদীর ছবি সরিয়ে দিয়ে নীতীশের ছবি ব্যবহার করা হচ্ছে এই দাবির সমর্থনে কোনও সত্যতা নেই।
সত্য উন্মোচন
ভাইরাল ছবিটি গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই দৃশ্য সম্বলিত পূর্ণাঙ্গ ভিডিওটি উমাশঙ্কর সিং নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। ভিডিওটি তিনি গতকাল, অর্থাৎ, ৭ নভেম্বর পোস্ট করেছিলেন। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “পটনায় বিজেপির সদর দফতরে নীতীশ কুমার সম্মান পাচ্ছেন। ছবির অর্থ বোঝার চেষ্টা করুন।”
पटना बीजेपी मुख्यालय में नीतीश कुमार को मिल रहा सम्मान… तस्वीर का रूख समझिए… pic.twitter.com/1KefaVNpRc
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) November 7, 2025
ভিডিওতে বিজেপির ব্যানারের সামনে নীতীশ কুমারের একটি বড় কাটআউট দেখতে পাওয়া যায়। অবশ্য় ওই একই ভিডিও-র পরবর্তী অংশে বিজেপি দফতরে থাকা অন্যান্য পোস্টারে দেখা যায়, বিজেপির ব্যানার ও ফেস্টুনে নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার উভয়েই রয়েছেন। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে বিজেপির ব্যানার বা ফেস্টুন থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয়।

এই বিষয়ে বিশদে সার্চ করলে গত ৩ জুলাই প্রকাশিত একটি ইটিভি ভারতের রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্টে জানা যায়, গত জুলাই মাসেই এনডিএ জোটে থাকা বিজেপির সঙ্গী জেডিইউ (জনতা দল ইউনাইটেড) প্রধান নীতীশ কুমারের ছবি বিজেপির ব্যানার-পোস্টারে লাগানো হয়েছিল। এবং সেই ব্যানার-পোস্টারগুলি পটনায় বিজেপির সদর দফতরে ছিল। এনডিএ জোটসঙ্গীরা যে একত্রে জোটবদ্ধ রয়েছে সেই বার্তা দিতেই এই কাজ করা হয়।
অবশ্য এর আগে একতার বার্তা দিতে জেডিইউ-র ব্যানার এবং পোস্টারেও একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হয়েছিল। ২ জুলাই দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এই বিষয়ে পড়া যাবে।
সবমিলিয়ে নিশ্চিতভাবেই বলা যায় যে, বিহারে বিজেপির ফেস্টুন থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নীতীশ কুমারের ছবি লাগানোর দাবিটি বিভ্রান্তিকর।

বিহারে বিজেপি বর্তমানে হারের ভয়ে ব্যানার-পোস্টার থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নীতীশ কুমারের ছবি ব্যবহার করছে।
ভাইরাল ছবিটি নীতীশের একটি কাউআউটের যা সম্প্রতি পটনায় বিজেপির সদর দফতরে বসানো হয়েছে। গত জুলাই থেকেই বিজেপি ও জেডিইউ উভয়ের পোস্টারেই মোদী এবং নীতীশ উভয়ের ছবি ব্যবহার হয়ে আসছে।