ফ্যাক্ট চেক: ভারতের বিরুদ্ধে মহম্মদ ইউনূস সরকারের যুদ্ধ ঘোষণার দাবিতে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো এবং সম্পাদিত। কালের কণ্ঠ বা কোনও নির্ভরযোগ্য বাংলাদেশি সংবাদ মাধ্যমেই এমন কোনও খবর প্রকাশ করা হয়নি যে মহম্মদ ইউনূসের সরকার যুদ্ধ ঘোষণা করেছে।

Advertisement
ফ্যাক্ট চেক: ভারতের বিরুদ্ধে মহম্মদ ইউনূস সরকারের যুদ্ধ ঘোষণার দাবিতে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো

বাংলাদেশি সংবাদ মাধ্যম ‘কালের কণ্ঠ’-র একটি কথিত নিউজ কার্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এই নিউজ কার্ডটি শেয়ার করছেন যেখানে দাবি করা হয়েছে যে বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকার।

S.News ২৪ নামের ফেসবুক পেজের পাশাপাশি আরও একাধিক প্রোফাইল থেকে এই নিউজ কার্ডটি শেয়ার করা হয়েছে। এই কথিত কালের কণ্ঠ-র নিউজ কার্ডে লেখা হয়েছে, “শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়নি ভারত! তাই মাইকিং করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল ইউনূস সরকার।”

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতের বিরুদ্ধে মাইকিং করে যু*দ্ধ ঘোষণা। হাসিনাকে ফেরত না দেয়ার জন্য। সুত্র কালের কন্ঠ।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো এবং সম্পাদিত। কালের কণ্ঠ বা কোনও নির্ভরযোগ্য বাংলাদেশি সংবাদ মাধ্যমেই এমন কোনও খবর প্রকাশ করা হয়নি যে মহম্মদ ইউনূসের সরকার যুদ্ধ ঘোষণা করেছে।

সত্য উন্মোচন

পার্শ্ববর্তী দেশের সরকার যদি ভারতের বিরুদ্ধে বাস্তবে যুদ্ধ ঘোষণা করে তবে সেই সংক্রান্ত নিউজ রিপোর্ট উভয় দেশের সংবাদ মাধ্যমেই পাওয়া যাবে। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে সেই ধরনের কোনও খবর পাওয়া যায়নি।

পরবর্তী সময় কালের কণ্ঠের ফেসবুক পেজ সার্চ করলে হুবহু একই ধরনের একটি নিউজ কার্ড দেখতে পাওয়া যায়। ভাইরাল পোস্টের সঙ্গে এই নিউজ কার্ডের তারিখ, মূল ছবি, এবং ইনসেটে থাকা হাসিনার ছবি হুবহু মিলে যায়। আসল নিউজ কার্ডে লেখা ছিল, “শেখ হাসিনার সন্ধানে হারানো বিজ্ঞপ্তির মাইকিং”।

এই পোস্টের প্রথম কমেন্টে লিঙ্ক থাকা প্রতিবেদন থেকে জানা যায়, কেউ হারিয়ে গেলে তার সন্ধান করতে যেভাবে মাইকিং করা হয়, ঠিক একই ভাবে শেখ হাসিনার সন্ধানে গত ১৭ নভেম্বর মাইকিং করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে। এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা-সহ বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খানকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

Advertisement

এনটিভি বাংলাদেশযুগান্তরের মতো বাংলাদেশি সংবাদ মাধ্যমেও আদালত চত্বরে মাইকিং নিয়ে খবর প্রকাশ করা হয়।

অর্থাৎ পরিষ্কার হয়ে যায় যে একটি ভুয়ো নিউজ কার্ড ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

বাংলাদেশি সংবাদ মাধ্যম কালের কণ্ঠ-র প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে না ফেরানোর কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের সরকার।

ফলাফল

ভাইরাল নিউজ কার্ডটি সম্পাদিত। আসল নিউজ কার্ডে “শেখ হাসিনার সন্ধানে হারানো বিজ্ঞপ্তির মাইকিং” শীর্ষক প্রতিবেদনের শিরোনাম ছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement