ফ্যাক্ট চেক: হিন্দু ধর্ম গ্রহণ করলেন WWE-র 'দ্য রক'? ভাইরাল দাবির সত্যতা জানুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ডোয়াইন জনসনের হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব ছাড়া আর কিছুই নয়। ডোয়াইন জনসন আদতে একজন খ্রিষ্টান।

Advertisement
ফ্যাক্ট চেক: হিন্দু ধর্ম গ্রহণ করলেন WWE-র 'দ্য রক'? ভাইরাল দাবির সত্যতা জানুনহিন্দু ধর্ম গ্রহণ করলেন WWE-র 'দ্য রক'? ভাইরাল দাবির সত্যতা জানুন

রেসলিং, বাংলায় যাকে কুস্তি বা মল্লযুদ্ধ বলে। কিশোর এবং তরুণদের কাছে একটা আকর্ষণের বিষয়। আর এই রেসলিংয়ের কথা উঠলে ডব্লু ডব্লু ই (WWE)-র নাম তো আসবেই। WWE-র রেসলারদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হলেন ডোয়াইন জনসন। 'দ্য় রক' নামে যিনি বেশি পরিচিত। রেসলিং ছাড়াও একাধিক হলিউড ছবিতে তিনি অভিনয় করেছেন। 

এবার তাঁকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি পোস্ট। অনেকেই দাবি করছেন,  ডোয়াইন জনসন বা 'দ্য় রক' নাকি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ডোয়াইন জনসনের একটি ছবি পোস্ট করে নেটিজেনদের একটা বড় অংশ ইংরেজিতে ফেসবুকে  লিখেছেন, "বড় খবর হলিউড স্টার তথা রেসলার দ্য় রক সনাতন ধর্ম গ্রহণ করলেন। তিনি বলেন, "একমাত্র সনাতন ধর্মই মানুষ হওয়ার শিক্ষা দেয়।""

 

এই একই দাবি-সহ একাধিক পোস্ট দেখা যাবে ফেসবুক এবং টুইটারে। 

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ডোয়াইন জনসনের হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব ছাড়া আর কিছুই নয়। ডোয়াইন জনসন আদতে একজন খ্রিষ্টান।

কীভাবে এগলো অনুসন্ধান?

ডোয়াইন জনসন যদি সত্যি হিন্দু ধর্ম গ্রহণ করতেন তাহলে সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হত। ইন্টারনেটে সার্চ করে আমরা এই ধরনের কোনও প্রতিবেদন, কোনও খ্যাতনামা সংবাদমাধ্যমে খুঁজে পাইনি।

এরপর, ডোয়াইন জনসনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আমরা খুঁজে দেখার চেষ্টা করি। ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রাম কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ইউটিউবে তিনি হিন্দু ধর্ম গ্রহণের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

এরপর আমরা খুঁজে দেখার চেষ্টা করি 'দ্য রক' কোন ধর্মাবলম্বী?

এই প্রসঙ্গে World Religion News ওয়েবসাইটে প্রকাশিত ডোয়াইন জনসনের একটি ইন্টারভিউ দেখতে পাই। যেখানে নিজেকে খ্রিষ্টান ধর্মাবলম্বী বলে দাবি করেছেন জনসন। 

Advertisement

OWN: Oprah Winfrey Network-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারেও একই দাবি করেছিলেন ডোয়াইন জনসন।

Nobelie ওয়েবসাইটকে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে মানসিক অবসাদ নিয়ে কথা বলার সময়ও নিজের ধর্মের বিষয়টি উল্লেখ করেছিলেন এই রেসলার।

সুতরাং, ডোয়াইন জনসনের হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব ছাড়া আর কিছুই নয়। ডোয়াইন জনসন আদতে একজন খ্রিষ্টান।

প্রসঙ্গত, সম্প্রতি গেরুয়া পোশাক পরে 'দ্য রক'-এর একটি  আরতি করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ইন্ডিয়া টুডে ফ্যাক্ট করে দেখেছে যে ছবিটি আসল নয়। সেটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছিল। 
 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

হলিউড স্টার তথা রেসলার দ্য় রক সনাতন ধর্ম গ্রহণ করলেন। তিনি বলেন, "একমাত্র সনাতন ধর্মই মানুষ হওয়ার শিক্ষা দেয়।"

ফলাফল

ডোয়াইন জনসনের হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব ছাড়া আর কিছুই নয়। ডোয়াইন জনসন আদতে একজন খ্রিষ্টান।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement